প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা চঞ্চল চৌধুরী সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে এখন বেশি কাজ করছেন। ফলে তাকে টিভি নাটকে কম দেখা যায়। তবে দীর্ঘদিন পর তিনি একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। বৃন্দাবন দাসের লেখা নাটকটি পরিচালনা করছেন সালাহউদ্দিন লাভলু। চঞ্চল চৌধুরী বলেন, অনেকদিন পর টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করছি। তার চেয়ে বড় কথা, জনপ্রিয় ধারাবাহিক ‘হাড়কিপ্টে’র পর সালাহউদ্দিন লাভলু ভাই-এর সঙ্গে কোনো ধারাবাহিক নাটকে কাজ করা হয়নি। অনেক বছর পর বৃন্দাবন দাসের লেখা আরেকটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছি আমরা। সালাহউদ্দিন লাভলু-বৃন্দাবন দাস জুটির অনেক বড় একটা কাজ হবে এই ধারাবাহিক নাটকটি। এদিকে, সবশেষ চঞ্চল চৌধুরীকে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’তে দেখা গেছে। এতে তার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। এর আগে অমিতাভের ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শক প্রশংসিত হন চঞ্চল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।