Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার বছর পর একসাথে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী ও সারিকা

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী সারিকা তিন বছর পর অভিনয়ে ফিরেছেন। এখন সংসার জীবনের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত থাকতে হচ্ছে। বিশেষ করে ঈদুল আযহার পূর্ব পর্যন্ত তাকে একের পর এক নাটক-টেলিফিল্মে শুটিং করা নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হবে। এরইমধ্যে তিনি তার প্রত্যাবর্তনের নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। এবার তিনি বেশ কয়েক বছর পর অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘একজন জাদুকর’। নাটকটি রচনা করেছেন ইসরাফিল বাবু এবং নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। গত শুক্রবার নাটকটির শুটিং শেষ হয়েছে। কৌশিক শংকর দাশ বলেন, ‘আমরা এখন প্রায়ই বলতে শুনি মানুষের মধ্যে মনুষত্ব নেই। কিন্তু বিষয়টি আসলে তা নয়। মানুষের মধ্যে এখনো মনুষত্ব আছে। মানুষ তা অনেক সময়ই প্রকাশ করে না। সত্যি বলতে কি আমরা খারাপ হয়ে যাইনি। মানুষের মাঝে যে এখনো মনুষত্ব আছে তাই এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ চঞ্চল চৌধুরী বলেন, ‘নাটকে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি। চারটি চরিত্রের উপস্থিতি হয়তো খুব বেশি না, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কৌশিক সবসময়ই ভালো কাজ করেন। এটা তারই নতুন প্রয়াস। সারিকার সঙ্গে বলা যায় চার বছরের বেশি সময় পর কাজ করেছি। অভিনেত্রী হিসেবে সারিকা খুবই ভালো। তার ফিরে আসাকে স্বাগত জানাই।’ সারিকা বলেন, ‘এর আগে কৌশিক দাদার নাটকে কাজ করিনি। কিন্তু তার কাজের প্রতি আমার সবসময়ই ভালোলাগা ছিল। প্রথম তার নির্দেশনায় কাজ করে খুবই ভালো লেগেছে। ভিন্নধর্মী গল্পের এই নাটকটি ভালো লাগবে দর্শকের।’ কৌশিক শংকর দাশ বলেন, ‘সারিকাকে নিয়ে এবার আমার প্রথম কাজ করা। অভিনয়ে খুব ম্যাচুউরিটি এসেছে তার। সময় করে সেট-এ আসা, কাজের প্রতি একনিষ্ঠতা আমাকে মুগ্ধ করেছে। আর চঞ্চল সবসময়ই ভালো অভিনয় করেন।’ তিনি জানান, ঈদে চ্যানেল আইতে ‘একজন জাদুকর’ নাটকটি প্রচার হবে। উল্লেখ্য, এই নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার বছর পর একসাথে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী ও সারিকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ