Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী-বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৮:৪৯ এএম

সউদী আরব ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। উভয় দেশই ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ থেকে লেবাননি রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে।

সউদী আরব শুক্রবার জানায়, তারা ৪৮ ঘণ্টার মধ্যে লেবাননের রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে এবং বৈরুত থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে।
রিয়াদ অবিলম্ভে সকল লেবাননি আমদানি বন্ধেরও নির্দেশ দিয়েছে বলে সউদী পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।
লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি মন্ত্রী হওয়ার আগে দিয়ে এক সাক্ষাতকারে 'অপমানকর মন্তব্য করেছেন'- এমন অভিযোগে সউদী আরব এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
কোরদাহি বলেছিলেন যে ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিরা আত্মরক্ষায় নিয়োজিত এবং ইয়েমেনের বছরব্যাপী যুদ্ধ 'নিষ্ফল'।
পরে তিনি জানিয়েছেন, তার মন্তব্যটি একান্তই ব্যক্তিগত। তিনি সউদী আরবের প্রতি বিদ্বেষ পোষণ করার অভিযোগ নাকচ করে দিয়ে বলেছিলেন যে তিনি আরব-আরব যুদ্ধের বিরোধী।
অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি কূটনৈতিক বিপর্যয় রুখতে বলেছিলেন, কোরদাহির ওই মন্তব্য তার মন্ত্রী হওয়ার এক মাস আগে করা হয়েছিল। এটা ছিল তার ব্যক্তিগত অভিমত, এতে সরকারি নীতির কোনো প্রতিফলন ছিল না।
তবে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলেও সউদী আরবে অবস্থানরত লেবাননিদের মর্যাদার কোনো হেরফের হবে না বলেও দেশটি জানিয়েছে।
এদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের দেশ থেকে লেবাননি রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে। তারা এজন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। তারা জানিয়েছে, লেবাননি কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে বেশ কিছু অগ্রহণযোগ্য ও আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন। সূত্র : আল আরাবিয়া



 

Show all comments
  • Salman ৩০ অক্টোবর, ২০২১, ৯:০৫ এএম says : 0
    উভয় দেশই ইসরাইলকে অতি শীঘ্রই স্বীকৃতি দিবে। গতকাল থেকে ইসরাইল থেকে সৌদী আরবের মধ্যে ইতিহাসের প্রথমবারের মতো বেসামরিক বিমান চলাচল শুরু হয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাষ্ট্রদূত বহিষ্কার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ