Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করযোগ্য আয় না হলেও কর দিতে বাধ্য হচ্ছেন

সঞ্চয়পত্র থেকে কর আদায় ৩ বছরে ৩ গুণ বেড়েছে সমন্বয়ের সুযোগ থাকার দাবি বিশ্লেষকদের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

ব্যাংকে আমানতে সুদের হার কমে যাওয়ায় পেনশনভোগী ও মধ্যবিত্তরা সঞ্চয়পত্রে বিনিয়োগে ঝুঁকেছে। ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আদায়ের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রের মুনাফার ওপর সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত কর আদায় করছে এনবিআর। জাতীয় সঞ্চয় অধিদফতর জানিয়েছে, তারা গত অর্থবছরে উৎস কর হিসেবে পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের মুনাফা থেকে ২ হাজার ৯০৭ কোটি টাকা কর হিসেবে আদায় করেছে। গত অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সংগৃহীত উৎস করের পরিমাণ এর আগের বছরের চেয়ে ৪৯ শতাংশ বেশি ছল টাকার অঙ্কে যা ১ হাজার ৯৪৬ কোটি। ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিল ৬৩৮ কোটি টাকা। গত দুই বছরে ব্যাংক থেকে পাওয়া সুদের হার কম থাকায় মানুষ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে বেশি আগ্রহ দেখিয়েছে। যার ফলশ্রুতিতে এই খাত থেকে আদায় করা করের পরিমাণ এত বেড়েছে। বাংলাদেশ ব্যাংক ও সঞ্চয় অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে সঞ্চয়পত্রে সুদের হার ১১ শতাংশেরও বেশি। সেখানে গত আগস্ট মাসে ব্যাংকে আমানতে গড় সুদের হার ছল ৪ দশমিক ৫ শতাংশ।

সুদের হার বেশি হওয়ায় গত বছর মানুষ তুলনামূলকভাবে বেশি সঞ্চয়পত্র কিনেছে। ২০২০-২১ অর্থবছরে সঞ্চয়পত্রের বিক্রি এর আগের বছরের তুলনায় ৬৭ শতাংশ বেড়ে ১১২ হাজার ১৮৮ কোটি টাকা হয়েছে। তবে আয় নির্বিশেষে সঞ্চয়পত্রে সুদের ওপর কর কেটে রাখার কারণে যারা বছরে ৩ লাখ টাকার চেয়ে কম উপার্জন করেন তাদেরকেও কর দিতে হচ্ছে যা প্রত্যক্ষ কর আদায়ের মূলনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

সঞ্চয়পত্র থেকে অর্জিত সুদের ওপর থেকে কেটে নেয়া কর অন্য ধরনের আয়ের সঙ্গে সমন্বয় করা যায় না। ফলে প্রান্তিক করদাতাদের বেশি পরিমাণ কর দিতে হচ্ছে। কর বিশ্লেষক এ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ বলেন, এনবিআর যদি সঞ্চয়পত্রের সুদ থেকে অর্জিত আয়ের সঙ্গে অন্যান্য আয়কে সমন্বয় করার সুযোগ দিতো, তাহলে প্রান্তিক করদাতারা উপকৃত হতেন।

উদাহরণ হিসেবে তিনি জানান, যদি একজন করদাতার বার্ষিক আয় ৪ লাখ টাকা হয় এবং এর মধ্যে ১ লাখ টাকা সঞ্চয়পত্রের সুদ থেকে আসে, তাহলে বর্তমান নীতি অনুযায়ী তিনি এই আয়কে অন্য আয়ের সঙ্গে সমন্বয় করতে পারবেন না এবং ফলশ্রুতিতে তাকে অতিরিক্ত কর দিতে হবে। এনবিআর যদি সমন্বয়ের সুযোগ দিতো, তাহলে সেই ব্যক্তিকে শুধুমাত্র ৫ হাজার টাকা কর দিতে হতো। কিন্তু এ ধরনের বিধান না থাকায় তার করের পরিমাণ দ্বিগুণ হয়ে ১০ হাজার টাকা হচ্ছে। তিনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সীমা নির্ধারণ করে অতিরিক্ত করের বোঝা থেকে রেহাই দেয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ঢাকা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ ইকবাল মোস্তফা জানান, অনেক পরিবার সঞ্চয়পত্রের সুদ থেকে পাওয়া আয়ের ওপর নির্ভরশীল। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য অনেক বড় বোঝা। এনবিআরের আয়কর নীতির সাবেক সদস্য ড. সৈয়দ মো. আমিনুল করিম জানান, ফাইনাল সেটেলমেন্টের নীতি করযোগ্য আয় নেই এরকম মানুষের জন্য বোঝাস্বরূপ। তিনি বলেন, এটি একটি রিগ্রেসিভ করে পরিণত হচ্ছে। যাদের কোনো করযোগ্য আয় নেই (সঞ্চয়পত্র ছাড়া) তাদের জন্য কর ফেরতের ব্যবস্থা করা উচিত। রিগ্রেসিভ কর হচ্ছে এমন এক ধরণের কর, যেটি সবার জন্য একই হারে প্রযোজ্য হয়। এক্ষেত্রে উচ্চ আয়ের মানুষদের চেয়ে নিম্ন আয়ের মানুষদের কাছ থেকে তুলনামূলকভাবে বেশি হারে কর কেটে নেওয়া হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স ডিপার্টমেন্টের অ্যাডজাঙ্কট শিক্ষক আমিনুল করিম আরও বলেন, কর কর্তৃপক্ষের উচিত হবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আয় সমন্বয়ের সুযোগ তৈরি করা।



 

Show all comments
  • MD Shafiqul Islam Rubel ৩০ অক্টোবর, ২০২১, ১:১১ এএম says : 0
    Very bad news, pls solve the problem
    Total Reply(0) Reply
  • Mulla Tashfin ৩০ অক্টোবর, ২০২১, ১:১২ এএম says : 0
    এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, সমাধান করা হোক।
    Total Reply(0) Reply
  • Md.Rashadujaman ৩০ অক্টোবর, ২০২১, ১:১৩ এএম says : 0
    এটা জুলুম হয়ে যায়, এনবিআরকে এর সমাধান দ্রুত হরতে হবে।
    Total Reply(0) Reply
  • Arifur Rahman ৩০ অক্টোবর, ২০২১, ১:১৩ এএম says : 0
    মহান আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। তাই আসুন ব্যবসা করুন।
    Total Reply(0) Reply
  • Mohammad Ayub ৩০ অক্টোবর, ২০২১, ৭:৫০ পিএম says : 0
    সরকারের শীর্ষ নেতৃত্ব কর্তৃক এইটি সমাধানের ব্যাপারে নির্দেশনা দিকে হবে এনবিআর এবং অর্থমন্ত্রনালয়কে ।
    Total Reply(0) Reply
  • কৃষ্ণপদ দাশ ৩০ অক্টোবর, ২০২১, ৮:১১ পিএম says : 0
    পেনশনার সঞ্চয় পত্রের উপর থেকে উৎস কর কর্তন রহিত করা হোক। বুড়ো লোকেরা কোথায় যাবে বলুন তো! তাদেরকে তো এ আয়ের উপর নির্ভর করতে হয়। তাদের সুরক্ষার দায়ভার কি সরকারের নেই?
    Total Reply(0) Reply
  • আমিনুল ইসলাম ৩০ অক্টোবর, ২০২১, ১০:২০ পিএম says : 0
    পেনশনার সন্চয় পত্র অবসর প্রাপ্ত চাকুরীজীবিগন গ্রাচুইটি বাবৎ প্রাপ্ত কর মুক্ত টাকা দিয়ে ক্রয় করেন। যেহেতু কর মুক্ত টাকা দিয়ে পেনশনার সন্চয়পত্র কেনা হয় তাই এর উপর প্রাপ্ত টাকা থেকে কোন প্রকার কর না কাটাই উচিৎ।
    Total Reply(0) Reply
  • আমিনুল ইসলাম ৩০ অক্টোবর, ২০২১, ১০:৪৩ পিএম says : 0
    পেনশনার সন্চয় পত্র অবসর প্রাপ্ত চাকুরীজীবিগন গ্রাচুইটি বাবৎ প্রাপ্ত কর মুক্ত টাকা দিয়ে ক্রয় করেন। যেহেতু কর মুক্ত টাকা দিয়ে পেনশনার সন্চয়পত্র কেনা হয় তাই এর উপর প্রাপ্ত টাকা থেকে কোন প্রকার কর না কাটাই উচিৎ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঞ্চয়পত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ