পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট ঃ সুদহার কমানো হলেও প্রতি মাসেই বাড়ছে সঞ্চয়পত্রের বিক্রি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে নিট ১৩ হাজার ৩০৬ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। বিক্রির এ পরিমাণ চলতি অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৭৪ শতাংশ। গত অর্থবছরের শেষ সময়ে সঞ্চয়পত্রে গড়ে ২ শতাংশ হারে সুদ কমানো হয়। এরপরও ব্যাংকের তুলনায় সঞ্চয়পত্রের বর্তমানের সুদ অনেক বেশি হওয়ায় সঞ্চয়কারীদের আগ্রহ কমেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সরকারের প্রত্যাশার তুলনায় সঞ্চয়পত্র বিক্রি বেশি হওয়ায় গত মে মাসে বেশিরভাগ সঞ্চয়পত্রে গড়ে প্রায় ২ শতাংশ সুদ কমানো হয়। জনপ্রিয় বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে এখন ১১ শতাংশের আশপাশে সুদ পাওয়া যাচ্ছে। এ সময়ে ব্যাংকে দীর্ঘমেয়াদে টাকা রেখে ৭ থেকে ৯ শতাংশ সুদ পাওয়া যায়। গত নভেম্বরে ব্যাংকগুলোর আমানতে গড় সুদহার নেমে এসেছে ছয় দশমিক ৪৬ শতাংশে। আগের বছরের নভেম্বর শেষে যা ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। মূলত ব্যাংকের সঙ্গে সঞ্চয়পত্রের সুদহারের ব্যবধান অনেক বেশি থাকায় এভাবে বিক্রি বাড়ছে। চলতি অর্থবছর সঞ্চয়পত্র বিক্রি থেকে নিট ১৮ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ছয় মাসে বিক্রি হওয়া এ পরিমাণ মোট লক্ষ্যমাত্রার ৭৩ দশমিক ৯২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭০ কোটি টাকা বা ১ দশমিক ২৯ শতাংশ বেশি। আগের অর্থবছর সঞ্চয়পত্র বিক্রি থেকে ৯ হাজার ৫৬ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হলেও বছর শেষে নিট বিক্রি গিয়ে ঠেকে ২৮ হাজার ৭৩৩ কোটি টাকায়। প্রাপ্ত তথ্য মতে, প্রথম ছয় মাসে মোট ২৩ হাজার ২৪ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আগের বছরের ৬ মাসে বিক্রির পরিমাণ ছিল ১৯ হাজার ৩৭১ কোটি টাকা। সে হিসাবে একই সময়ের তুলনায় বিক্রি বেড়েছে তিন হাজার ৬৫৩ কোটি টাকা, যা ১৮ দশমিক ৮৬ শতাংশ। ছয় মাসে আসল পরিশোধ করা হয়েছে ৯ হাজার ৭১৯ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় পরিশোধ বেশি হয়েছে তিন হাজার ৪৮৩ কোটি টাকা, যা ৫৫ দশমিক ৮৬ শতাংশ বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।