বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের 'সি ইউনিট' (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষায় ১০ হাজার ১৩২ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।শতকরা হিসেবে ৭২.৭৯ শতাংশ।
মোট ১২টি কেন্দ্র মিলে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৪৬ জন। যা মোট আবেদনকারীর ২৭.২১ শতাংশ। ৪৪১টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ছিলেন ১৩ হাজার ৯১৮ জন।
ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এস. এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘পরীক্ষায় মোট ৭৩ শতাংশ অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা বা অসদুপায়ের চেষ্টা করেননি কোনো শিক্ষার্থী।’
উল্লেখ্য আগামী ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এই ইউনিটের এক হাজার ১৬০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ২৫৪জন পরীক্ষার্থী আবেদন করেন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন। ১৩টি কেন্দ্রে প্রতি শিফটে ১৩ হাজার ৫৬১ জন করে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট ৯টা ৪৫ থেকে ১২ টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ২.১৫ থেকে ৪.৩০ পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।