Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্টে বাংলাদেশের লম্বা বিরতিতে বিস্মিত ব্রড

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : বাংলাদেশ সফরেই টেস্টের সেঞ্চুরি পূর্ণ করতে যাচ্ছেন ইংলিশ পেস বোলার স্টুয়ার্ট ব্রড। ৯৮ টেস্টে ৩৫৮ উইকেট নিয়ে লিজেন্ডারি ইয়ান বোথামকে (৩৮৩ উইকেট) টপকে যাওয়ার স্বপ্ন দেখছেন ব্রড। এ বছরটা টেস্টে দারুণ কাটছে তার, ইতোমধ্যে খেলে ফেলেছেন ১০টি টেস্ট, উইকেট সংখ্যা ৩৮। অথচ গত ৯ মাসে যেখানে ইংল্যান্ড খেলেছে ১০টি টেস্ট, সেখানে গত ১৪ মাস একটিও টেস্ট খেলেনি বাংলাদেশ দল! গতকাল অনুশীলন ম্যাচ শেষে এ তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্টুয়ার্ট ব্রডÑ‘বাংলাদেশ এত লম্বা সময় টেস্ট খেলছে না, তা জেনে আমি বিস্মিত। এজন্যই প্রথম বল থেকেই আমাদের নিখুঁত থাকা জরুরি। এটা হবে বিরাট চ্যালেঞ্জ।’
তবে টেস্ট ম্যাচের বাইরে থাকলেও বাংলাদেশ দলকে সমীহ করছেন ব্রড। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে গবেষণা করে ম্যাচের পরিকল্পনা তৈরি করা হবে বলে জানিয়েছেন ব্রড। এম এ আজিজ স্টেডিয়ামে যে পিচে খেলেছে ইংল্যান্ড দল, সেই পীচের চেয়ে ব্যতিক্রমধর্মী উইকেট পাবে ইংল্যান্ড, সেটাই মনে করছেন ব্রড। প্রথম ইনিংসটাই চট্টগ্রাম টেস্টের ফল নির্ধারক হবে বলেও বিশ্বাস তারÑ‘মনে হচ্ছে চট্টগ্রামে টেস্টের প্রথম ক’দিন উইকেট ফ্লাট থাকবে। এই সময়ে রানও উঠবে। দায়িত্বটা তাই নিতে হবে আমাদের বোলারদের, প্রথম ২০ রানের জন্য ওদের ব্যাটসম্যানদের কাজ কঠিন করে তোলা। আমাদের বোলারদের দায়িত্ব ওদের চাপে রাখা। এই অঞ্চলে খেলতে এসে গুরুত্বপূর্ণ হলো, চার মারার বল বেশি না দেওয়া, বরং ব্যাটসম্যানদের ঝুঁকি নিয়ে বড় শট খেলতে প্রলুব্ধ করা। প্রথম ইনিংসেই ম্যাচে দু’দলের ব্যবধান তৈরি হবে।’ গতকাল এম এ আজিজ স্টেডিয়ামের যে মাঠে খেলেছেন,সেই মাঠের উইকেট নিয়ে প্রশ্ন না তুললেও আউট ফিল্ড নিয়ে প্রশ্ন ব্রডেরÑ‘এটা একটা ফুটবল মাঠ,তাই আউটফিল্ডটা ক্রিকেটের জন্য আদর্শ ছিল না। আউটফিল্ডে অনেক কাঁদা এবং বালু ছিল। এই ম্যাচ আমরা খেলেছি ৪৫ ওভার স্পিন করার কথা বিবেচনা করে। কারন রান আপের জায়গা ভেজা থাকায় সীমারদের বোলিং করাটা ঝুঁকিপূর্ন ছিল। মেডিকেল স্টাফও বালু এবং কাঁদা মাঠে রানিং নিয়ে উদ্বিগ্ন ছিল। আশা করছি আগামী ২ দিনের ম্যাচে রানিংয়ের কন্ডিশনটা ঠিক ঠাক হয়ে যাবে।’
টেস্ট দলে যোগ দিয়ে চট্টগ্রামে এসে গরমে রীতিমতো কাহিল ব্রড। তবে গতকালকের প্রচন্ড তাপমাত্রার মধ্যে ৪৫ ওভার ফিল্ডিং করে ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন ব্রডÑ‘আজ (গতকাল) যথেষ্ট গরম ছিল। এমন কন্ডিশনে বোলিং করাটা আসলেই কঠিন। তবে ম্যাচ ফিটনেস দ্রæত তৈরি করতে পেরেছি এই ম্যাচে, এটাই বড় কথা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্টে বাংলাদেশের লম্বা বিরতিতে বিস্মিত ব্রড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ