Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় মৃত্যু নেই সিলেটে, শনাক্ত ১২ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ২:২১ পিএম

গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১৬ জন সিলেটে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২ জন। তবে এ সময়ে নতুন করে কেউ মারা যাননি। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত চব্বিশ ঘন্টায় বিভাগে ১৬ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৯৭৯ জন। বর্তমানে ১২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন হাসপাতালে সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে।
এদিকে, স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেট করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭৪ জনই আছে। এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট মৃতের সংখ্যা ৯৮১ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৮ জন রয়েছেন হবিগঞ্জে। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ জন। এর মধ্যে ১০ জনই শনাক্ত হয়েছেন সিলেরটর , বাকি ২ জন মৌলভীবাজারের। ৭০৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদের। শনাক্তের হার ১দশমিক ৭০। এর আগের চব্বিশ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ১৮ জন। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৪৯ জনসহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮১২ জন, সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৬৩ জন ও ৬৬৪৯ জন রয়েছেন হবিগঞ্জে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ