Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইন্ডিজে শুরু হাসি, উইন্ডিজে শেষ হবে দুঃখ্?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১:২৫ পিএম | আপডেট : ৩:৪৫ পিএম, ২৯ অক্টোবর, ২০২১

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আসর মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছে। তবে অবাক করার মতো হলেও সত্যি যে, বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বের কোন ম্যাচে জয় পেয়েছে মাত্র একবার!

সেটিও সেই ২০০৭ সালে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেবার টি-টোয়েন্টির বিশ্ব লড়াইয়ের প্রথম আসরে নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর প্রথম ম্যাচটিতেই ইতিহাস গড়ে ক্যারিবিয়ানদের হারিয়ে দিয়েছিল টাইগাররা।

কিন্তু এরপর ২০০৯, ২০১০ ও ২০১২ সালে আর একটি ম্যাচেও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। ২০১৪ সাল থেকে বিশ্বকাপে চালু হয় বাছাইপর্ব। এ পর্বের মাধ্যমেই ২০১৪, ২০১৬ সাল ও এবারের বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে। কিন্তু মূল পর্বে এখনো কোন জয় পাওয়া হয়নি টাইগারদের। এ দুঃখ্য বাংলাদেশের এখনো রয়ে গেছে। এবারের বিশ্বকাপের মূল পর্ব তথা সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে মাহমুদউল্লাহ-মুশফিকরা।

২০০৭ সালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৪তে খেলেছিল টাইগাররা। আবার প্রায় ৭ বছর বাদে একে-অপরের মুখোমুখি হচ্ছে। তাই এখন প্রশ্ন হলো, যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপে তার হাসি শুরু করেছিল। সেই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের মাধ্যমেই কি পারবে মূল পর্বে জয় না পাওয়ার দুঃখ ঘোচাতে?।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্যাগ :
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ