Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এমএসএন’ ত্রয়ীতে বার্সার বড় জয়

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মাত্র ১ মিনিটের ব্যবধানে দুই দুটি গোলের সহজ সুজোগ হাতছাড়া করলেন পাচো আলকাসের। দুবারই লিওনেল মেসির বাড়ানো বল একেবারে কাছ থেকে লাগালে গোলরক্ষকের গায়ে। যোগ করা সময়ে আরো একবার! হতাশ স্প্যানিশ স্ট্রাইকার, হতাশ ন্যু ক্যাম্পও। কিন্তু তা হলে কি হবে? দুর্দান্ত নেইমারে বার্সেলোনা যে ততক্ষণে ৪-০ গোলে এগিয়ে। চোট কাটিয়ে ৫৫তম মিনিটে মাঠে নেমে ভালোই ঝলক দেখালেন মেসি। প্রথমার্ধে রাফিনহের জোড়া গোলে তখন ৩-০ গোলে এগিয়ে লুইস এনরিকের দল। বাকি গোলটা সুয়ারেজের। দ্বিতীয়ার্ধে মেসিকে পেয়ে আরো উজ্জ্বল হয়ে ওঠেন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা নেইমার। দিপোর্তিভো লা করুনার রক্ষণকে মুহুর্মুহূ আক্রমণে তটস্ত করে রাখলেন এমএসএন ত্রয়ী। গোল পাননি শুধু ব্রাজিলিয়ান তারকা, তবে মাঠে নামার ৩ মিনিটের মাথায় অসাধারণ পাসে মেসিকে দিয়ে ম্যাচের চতুর্থ গোলটি করান তিনি। এর আগে সুয়ারেজের গোলটিতেও ছিল নেইমারের অবদান। ম্যাচের ৬৪তম মিনিটে নেইমারকে কনুই মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লওরেনো রুইজ। এরপর একের পর এক আক্রমণের ধকল সামলাতে হলেও গোল খাওয়া লাগেনি সফরকারীদের। আগের ম্যাচে লেগানেসকে তাদের মাঠে ২-৩ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে সেভিয়া। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা।
ওদিকে প্রিমিয়ার লিগে দুই সদ্য চ্যাম্পিয়ন দলের মধ্যে লড়াইটাও উত্তাপ ছড়াতে পারল না। কিছুদিন আগে লিগ কাপে লেস্টারকে তাদেরই মাঠে গিয়ে ৪-২ গোলের লজ্জা দিয়ে আসে চেলসি। প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে তার প্রতিশোধ নেয়ার সুযোগ ছিল লেস্টারের সামনে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের গোল বরাবর কোন শটই নিতে দিল না আগের মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি। দিয়াগো কস্তা এডেন হ্যাজার্ড ও ভিক্টর মোজেজের গোলে সফরকারীদের ৩-০ গোলে উড়িয়ে দিল অ্যান্টনিও কোন্তের দল।
ইংলিশ লিগে জয় পেয়েছে আর্সেনালও। ঘরের মাঠে ওয়ালকটের জোড়া গোলে সোয়ানসিকে ৩-২ গোলে হারায় আর্সেন ওয়েঙ্গারের দল। বাকি গোলটি ওজিলের। তবে শেষ রক্ষা হয়নি দুর্বার গতিতে এগুতে থাকা ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠ ইতিহাদে দ্বিতীয়ার্ধে লুকাকুর গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। নলিতোর গোলে হার এড়ায় আকাশী নীলরা। তবে সিটির দুই দুটি পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক মার্টিন স্টেকেলেনবার্গ। প্রথম মিসটি করেন ডি ব্রæইন, দ্বিতীয় বার স্বাগতিকদের হতাশা উপহার দেন কিছুদিন আগেই আর্জেন্টিনাকে হতাশায় ডোবানো আগুয়েরো। তবে এই হোঁচটের পরও ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তাদের পরেই আর্সেনাল। সমান ৮ ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে ৩ নম্বরে থাকা টটেনহাম গতকাল ১-১ গোলে ড্র করে ফেরে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে। এছাড়া বুন্দেসলিগায় হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও। ফ্রাঙ্কফুর্টের মাঠে ২-২ গোলে ড্র করে কার্লো আনচেলত্তির দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘এমএসএন’ ত্রয়ীতে বার্সার বড় জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ