মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উসমানিয়া সালতানাতের ১০ম সুলতান সুলাইমান আল-কানুনির স্ত্রী হুররেম সুলতানের একটি বিরল চিত্র ব্রিটেনের লন্ডনে এক নিলামে এক লাখ ২৬ হাজার ব্রিটিশ পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশী মুদ্রায় যা এক কোটি ৪৮ লাখ ৩০ হাজার ছয় শ’ ৮৮ টাকার সমান। ব্রিটেনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সাদেবিসের লন্ডনে আয়োজিত ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে এক প্রদর্শনী ও নিলাম অনুষ্ঠানে বুধবার ছবিটি বিক্রি হয়। সাদেবিসের ওয়েবসাইটে ছবির পরিচিতিতে জানা যায়, ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য ১৬ থেকে ১৭ শতকের মধ্যে এই ছবিটি আঁকেন। আনুমানিক ১৫০২ সালে বর্তমান পশ্চিম ইউক্রেনে জন্মগ্রহণ করেন হুররেম সুলতান। পরে তাকে ক্রীতদাসী হিসেবে সুলতান সুলাইমানের প্রাসাদে নিয়ে আসা হয়। সাধারণ দাসী হিসেবে জীবন শুরু করলেও পরে সুলতান সুলাইমানের সাথে তার বিয়ে হয় এবং উসমানিয়া সালতানাতের প্রভাবশালী নারী হিসেবে নিজের অবস্থান করে নেন তিনি। উসমানিয়া রীতি অনুযায়ী সুলতানের এক স্ত্রীর এক সন্তানের বিধান ভেঙে সুলতান সুলাইমানের চার ছেলের জন্ম দেন হুররেম সুলতান। পরে তারই ছেলে সেলিম যিনি উসমানিয়া ইতিহাসে দ্বিতীয় সেলিম নামে পরিচিত, সুলতান সুলাইমানের পর সালতানাতের দায়িত্ব নেন। তবে সুলতান সুলাইমানের মৃত্যুর আট বছর আগে ১৫৫৮ সালে হুররেম সুলতান ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন। আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।