মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জাপান। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টোকিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বসতি স্থাপনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের বিরোধী এবং এ ধরনের পদক্ষেপের ফলে দুই রাষ্ট্রীয় সমাধানের নীতি দুর্বল হয়ে যাবে।
জাপান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইসরায়েল যে ধারাবাহিকভাবে ফিলিস্তিনের ভূমিতে বসতি নির্মাণ করছে জাপান সরকার এর তীব্র নিন্দা জানায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আস্থা নির্মাণের প্রয়োজনীয়তা এবং উত্তেজনা কমানো এবং অঞ্চলকে স্থিতিশীল করার প্রচেষ্টার ওপর বিবৃতিতে জোর দেওয়া হয়। এখন ফিলিস্তিনের ভূমিতে বসতি নির্মাণের জন্য ইসরায়েল যে টেন্ডার আহ্বান করেছে ও বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করেই পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা নেয় ইসরায়েল। বুধবার (২৭ অক্টোবর) ফিলিস্তিনি ভূমিতে ৩ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দেয় দখলদাররা।
গত সপ্তাহে পশ্চিম তীরে নতুন করে এক হাজারের বেশি বাড়ি নির্মাণের ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। এ বিষয়ে নাফতালি বেনেট সরকারের আবাসনমন্ত্রী জিব এলকিন বলেন, পশ্চিম তীরে ইহুদিদের উপস্থিতি বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে। তাদের সরকার সেই লক্ষ্যেই এগোচ্ছে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।