মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের এক্সপোর্ট ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মাদ লাহুতি বলেছেন, সউদী আরবের সঙ্গে তার দেশের বাণিজ্যিক লেনদেন সম্পর্ক আবার শুরু হয়েছে এবং ইরানি পণ্যবাহী একটি জাহাজ সউদী আরবের একটি বন্দরে নোঙ্গর করেছে। তিনি ইরানের বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
লাহুতি বলেন, দু’টি দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক থাকলে তা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ব্যাংকিং লেনদেনে এখনও সমস্যা রয়ে গেছে যা অচিরেই দূর করা হবে।
সউদী আরবসহ প্রতিবেশী সবগুলো দেশের সঙ্গে অদূর ভবিষ্যতে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন ব্যাপকতা লাভ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে আগামী ছয় মাসে ইকো’ভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী হবে বলেও ইরানের এক্সপোর্ট ফেডারেশনের সভাপতি আশা প্রকাশ করেন।
মোহাম্মাদ লাহুতি বলেন, ইউরেশিয়ান অর্থনৈতিক কমিটিতে ইরানের সদস্যপদ লাভের চেষ্টা চলছে এবং এ প্রচেষ্টা সফল হলে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোতে কম ট্যারিফে ইরানি পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে যা ইরানের অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।