মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই লাবায়েক-টিএলপি’র সাথে সংঘর্ষে নিহত হয়েছে চার পুলিশ সদস্য। আহত হয়েছে আড়াইশ’র বেশি মানুষ। বুধবার (২৭ অক্টোবর) দেশটির লাহোর শহরের কাছাকাছি হাইওয়েতে এ ঘটনা ঘটে।
পাঞ্জাবের পুলিশ বিভাগ জানায়, গত শুক্রবার থেকেই শেইখুপুরা অঞ্চলের হাইওয়ে অবরোধ করে রেখেছে টিএলপি সদস্যরা। দলটির নেতার মুক্তি আর ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানায় তারা। বুধবার মিছিল নিয়ে রাজধানী ইসলামাবাদে প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। টিএলপি সদস্যদের কাছে ছিল পিস্তল, একে ফরটি সেভেনসহ স্বয়ংক্রিয় বেশ কিছু অস্ত্র। পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে পুরো এলাকা। টিএলপি মুখপাত্র জানায়, নিষিদ্ধ সংগঠনটির বেশ কয়েকজন সদস্যেরও প্রাণ গেছে সংঘর্ষে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার টুইট করেছেন, টিএলপি কর্মীদের গুলিতে চার পুলিশ কর্মী শহীদ হয়েছেন। সহিংসতায় আরও ২৫৩ জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যটির মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ আজহার আমিন জানিয়েছেন, সংঘর্ষে আহত ৩০ জনেরও বেশি পুলিশ সদস্যকে মুরিদকে তহসিল সদর (টিএইচকিউ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ৩৫ জন আহত কর্মীকে শেখুপুরা জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সূত্র: ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।