Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসপিকে ডিআইজি পরিচয়ে তদবির করায় আরও এক প্রতারক আটক

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ৭:০৬ পিএম

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারকে ডিআইজি পরিচয়ে ফোন করে পুলিশের চাকরির জন‍্য তদবির করা আরও এক প্রতারককে আটক করেছে পুলিশ। ওই প্রতারকের নাম কামরুল হাসান (৪৫)। সে ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের মৃত গোলাম রব্বানীর পুত্র।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে ভালুকা থেকে প্রতারক কামরুলকে গ্রেফতার করা হয়।

ওসি সফিকুল ইসলাম বলেন, সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে সারা দেশে। একটি প্রতারকচক্র চাকরি পাইয়ে দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে পুলিশ সুপার স্যারকে ফোন দিয়ে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তদবিরও করছে।

তিনি আরও বলেন, গত সোমবার এমন একটি চক্রের তিনজনকে আটকের পর ডিআইজি পরিচয় দেয়া আরও এক প্রতারককে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গত সোমবার আরও তিন প্রতারককে আটক করে ডিবি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ