Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গণভবন থেকেই বিভিন্ন স্থানে হামলা ও ষড়যন্ত্রের পরিকল্পনা হচ্ছে- রিজভী

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৫৮ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, গনবভন থেকেই বিভিন্ন স্থানে হামলা ও ষড়যন্ত্রের পরিকল্পনা হচ্ছে।দেশের বিভিন্ন পূজা মন্ডবে আওয়ামী লীগের নেতা কর্মীরা পরিকল্পিতভাবে হামলা করে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তিনি আরো বলেন,দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আকাশচুম্বী হওয়ায় মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে। কোন দ্রব্য মূল্য ক্রয় করতে গেলে কারেন্টেরমতো শরীওে শক করে। মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফেরানোর জন্যই পুরকল্পিত ভাবেই বিভিন্ন পুঁজা মন্ডবে হামলা করা হয়েছে।তিনি আজ সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন বিএনপির উদ্যোগে আয়োজিত সাম্প্রদায়িকতা অপচেষ্টার বিরুদ্ধে ও দ্রব্য মূল্যের সীমানহীন উধর্ব গতির প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।ব্যাপক পুলিশ পাহাড়ায় জিনজিরাস্থ কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই মানব বন্ধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাক্তার দেওয়ান সালাহ উদ্দিন,সাধারন সম্পাদক আবু আশফাক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ দক্ষিন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর শাহ নেওয়াজ,সাধারন সম্পাক আজাদ হোসেন, সাবেক যুবদল নেতা মোকাররম হোসেন সাজ্জাদ, ছাত্রদল নেতা সোহেল, কৌশিক আহমেদ জীবন, ফাতেমা আমিন একা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ