Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গাজায় ২০ লাখ মানুষ অবরুদ্ধ

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক অবরুদ্ধ গাজা ভূখ-ে আটকেপড়া বাসিন্দার সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে বলে গাজায় হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিরেক্টর বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় দুই নবজাতক জন্ম নেয়ার পরে গাজার মোট জনসংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গাজায় গত সেপ্টেম্বর মাসে ৪,৯৮৩ জন শিশু জন্ম নিয়েছে। অর্থাৎ সেখানে প্রতিদিন প্রায় ১৬৬ জন নবজাতকের জন্ম হয়েছে। মাত্র ৩৬০ বর্গকিলোমিটারের গাজা ভূখ- পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থান বলে মনে করা হয়। গত জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী গাজায় প্রতি বর্গকিলোমিটারে ৪,৬৬১ জন লোক বাস করে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ২০০৭ সাল থেকে উপকূলীয় এই ছিটমহলটি ইসরাইল ও মিসরের দ্বারা অবরুদ্ধ। ফলে গাজার বাসিন্দারা তাদের ন্যূনতম মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, জ্বালানি ও ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ব ব্যাংকের ২০১৫ সালের এক রিপোর্ট অনুযায়ী প্রায় এক দশক ধরে অবরুদ্ধ গাজা ভূখ-ের মোট দেশজ উৎপাদনের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে এবং বিশ্বের সর্বাধিক বেকার জনগোষ্ঠীর বসবাসও এই ভূখ-ে। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজায় ২০ লাখ মানুষ অবরুদ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ