Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব আফ্রিকায় সামরিক ঘাঁটির সম্প্রসারণ করছে জাপান

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকায় সামরিক ঘাঁটির সম্প্রসারণ করতে যাচ্ছে জাপান। মূলত চীনের প্রভাব ঠেকানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করছে এবং এর মাধ্যমে নিজেদের শক্তিকে আরও ঢেলে সাজানো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘাঁটি সম্প্রসারণকে প্রাথমিক ধাপ হিসাবে মনে করা হলেও টোকিওর সরকারি সূত্র থেকে বলা হয়েছে, জিবুতিতে জাপানের সেনাবাহিনীর ব্যবহৃত ঘাঁটি সম্প্রসারণের অনুমতি স্থানীয় কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। সোমালিয়া উপকূলের এডেন উপসাগরে নৌদস্যুদের ওপর নজরদারির জন্য ২০১১ সালে এই ঘাঁটি গড়ে তুলেছিল জাপান সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্প লিমোনিয়ারের পাশেই এটি স্থাপন করা হয়। জাপানের বাইরে এটি দেশের সেনাবাহিনীর প্রথম সামরিক ঘাঁটি। এ ঘাঁটিতে ১৮০ জন জাপানি সেনা রয়েছে। এখানে নানা অনুশীলনসহ জাপানের সমস্ত সেনা-জওয়ানেরা মার্কিনীদের সঙ্গে কার্যত প্রত্যেকদিনই যৌথ মহড়া চালিয়ে থাকে। এই ঘাঁটি সম্প্রসার করে বিমান অবতরণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। জরুরি অবস্থায় জাপানি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রয়োজনে এই ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে সরকারিভাবে দাবি করা হচ্ছে। রয়টার্স, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পূর্ব আফ্রিকায় সামরিক ঘাঁটির সম্প্রসারণ করছে জাপান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ