মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক মহিলাকে বলেছেন, আমি বুড়ো হয়ে গেছি এবং কানে শুনতে পাই না। ওহাইও অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওই মহিলা ডাকোটায় তেল সরবরাহ পাইপলাইন স্থাপনের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন এবং ওবামার কাছে এ কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছিলেন। ওবামার বক্তব্যের আট মিনিটের মাথায় ওই মহিলা চিৎকার শুরু করেন। এ সময় ওবামা বলেন, আপনি আমার কাছে চিঠি লিখতে পারেন। আমি আপনার কথা ভালোভাবে শুনতে পারছি না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি চিঠি এর চেয়ে ভালো হবে। এ সময় ওই মহিলা তার গলার আওয়াজ বাড়িয়ে দেন। তিনি চিৎকার করে বলেন, আর কোনো পাইপলাইন নয়। এবার ওবামা বলেন, আপনার কথা বুঝতে পারছি। ওই নারী ফের চিৎকার করে বলেন, ডাকোটায় আর কোনো পাইপলাইন নয়। এ সময় ওবামা বলেন, আমি বুড়ো হয়ে যাচ্ছি। তাই ভালোভাবে শুনতে পাই না। আমি ভালোভাবে দেখতেও পাই না। ওই মহিলাকে পরে অবশ্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনুষ্ঠানস্থল থেকে বের করে নিয়ে যায়। যাওয়ার সময়ও তিনি চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছিলেন। সিএনএন, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।