Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় একজনের মৃত্যু সিলেটে, শনাক্ত ৩ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:৫৮ পিএম

গত ২৪ ঘণ্টায় ৭৭৩টি নমুনা পরীক্ষা করে নতুন ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৩৯ শতাংশ। এক্ই সময়ে করোনায় কেড়েছে একজনের প্রাণ। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক এক প্রতিবেদন বলা হয়, করেনা শনাক্ত হয়েছে সিলেটে ১ ও মৌলভীবাজারে ২ জনের। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হয়নি গত ২৪ ঘণ্টায়। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮২৬ জনে। এর মধ্যে সিলেট ২৮ হাজার ৯৩৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ এবং ৮ হাজার ১৫৮ জন রয়েছেন মৌলভীবাজারে। এদিকে বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৭৪ জন। এর মধ্যে সিলেট ৮৬৩ জন, সুনামগঞ্জের ৭৩, হবিগঞ্জের ৪৮ এবং ৭২ জন রয়েছেন মৌলভীবাজারে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ