মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ার সেনাবাহিনীর সাথে তাদের সাবেক মিত্র আহুল সুন্না ওয়াল জামা’আ-র (এএসডব্লিউজে) তীব্র লড়াইয়ে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির গালমুদুগ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা গুরিসেলে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে রোববার পর্যন্ত অব্যাহত ছিল বলে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এই সংঘাত জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ক্ষেত্রে উভয় দলকে বিভ্রান্তিতে ফেলার ঝুঁকি তৈরি করছে বলে মত বিশ্লেষক ও স্থানীয় বাসিন্দাদের। আইন সভার সদস্য ফারাহ আবদুল্লাহি রয়টার্সকে বলেন, “আমি নিশ্চিত ৩০ জনেরও বেশি নিহত হয়েছে, কারণ আমি তাদের মধ্যে ২৭ জনকে চিনি আর তাদের মধ্যে দুই দলেরই লোক আছে।” রয়টার্স জানিয়েছে, পৃথকভাবে সাক্ষাৎকার নেওয়া স্থানীয় ১০ বাসিন্দার কথায়ও তার বক্তব্যের অনুরূপ তথ্য পাওয়া গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।