নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সুপার টুয়েলভপর্বে নিজেদের প্রথম ম্যাচেই পরাজিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমী নেটিজেনরা। ব্যাপক সমালোচনা হচ্ছে বাজে ক্যাপ্টেন্সি নিয়ে। যদিও আজ (রোববার) শারজায় শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছিল টাইগাররা। ৭৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে একটা সময় জয়ের সুবাসও পাচ্ছিল।
কিন্তু জোড়া ক্যাচ মিসের পরই ম্যাচ ঘুরে যায় লঙ্কানদের দিকে। এরপর বোলারদের উদারতায় আর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। লিটন দাস যে দুজনের ক্যাচ মিস করেছেন, সেই চারিথ আসালাঙ্কা আর ভানুকা রাজাপাকসেই ম্যাচ হাতে তুলে দিয়েছেন লঙ্কানদের।
৫ উইকেট আর ৭ বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কা। আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। সুপার টুয়েলভে হার দিয়ে শুরু হলো টাইগারদের।
ফেসবুকে হতাশা প্রকাশ করে সৈয়দ নাজমুল হুদা লিখেছেন, ‘‘লিটন দাসের দুটি ক্যাচ-মিস-ই শ্রীলংকার দিকে ম্যাচটাকে ঠেলে দেয়, লিটন দাসের শরীরি-ভঙ্গিতেও সমস্যা ছিল আজকে। পাশাপাশি সাইফুদ্দিন এর অতিরিক্ত রান দেয়া আজকের ম্যাচটাকে ডুবিয়েছে।’’
মোঃ রুবায়েদ হোসেন লিখেছেন, ‘‘সবাই লিটনকে দোষ দিচ্ছে। কিন্তু কেউ স্যার @Mahmudullah Riyad কে নিয়ে কথা বলে না। স্যার এর ক্যাপ্টেন্সি সত্যিই প্রশংসনীয়। এক ওভারে দুই উইকেট নেওয়ার পরেও তিনি সাকিবকে বল না দিয়ে নিজে বল হাতে নিলেন! তাও ১ ওভার হলে ঠিক ছিলো। কিন্তু আফিফকে বল দেয়ার কী দরকার ছিলো? ওইসময় সাকিব/মুস্তাফিজকে বল দেয়াটা ভালো ছিলো না? এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আফিফকে বল দেয়ার পর থেকেই ম্যাচ ঘুরে গেছিলো। মরগান, স্মিথ, কোহলি, উইলিয়ামসনদের উচিত স্যার Mahmudullah Riyad এর কাছ থেকে ক্যাপ্টেন্সি শেখা।’’
সাদমান আহমেদ শিতল লিখেছেন, ‘‘লিটন ২ টা ক্যাচ মিস, আচ্ছা ঠিক আছে, তা হয়েই গেছে, কিন্ত সাকিবকে বাদ দিয়ে ১৬ ওভারে কেনো সাইফুদ্দিনকে
আনলো! এর কোন যুক্তিই বুঝলাম না! সাকিব, ফিজ ১৯ ওভার শেষ করলে পরে সাইফুদ্দিনকে আনলে তখন চাপে থাকতো শ্রীলঙ্কা। আজিব ক্যাপ্টেন্সি! ক্যাপ্টেন্সি দায়ি আজকের ম্যাচে হারার জন্য।’’
সুমসিল আরিফিন লিখেছেন, ‘‘খুবই খারাপ ক্যপ্টেন্সি মাহমুদুল্লাহ! ১৩-১৭ ওভারে ৬৯ রান। আফিফকে কেন? সাকিবকে আগে নয় কেন? নাসুম আগে নয় কেন? লিটনের ক্যাচ মিস কেন? আসালাংকা ৫টা t20 আর রাজাপাক্সে ১৩ T20 খেলেছে। আর আমদের অভিজ্ঞ খেলোয়াড়? লজ্জা।’’
হিমালায়া আহমেদ লিখেছেন, ‘‘লিটন একাদশে থাকলে আর খেলাই দেখমু না! রিয়াদের কাছে থেকে আসা সিদ্ধান্তগুলো ভীষণ হতাশ করলো আজ!অপ্রত্যাশিত! সোহাগ তানভীর ম্যাচ পরাজয়ের কারণ বলে মনে হয়, অযোগ্য ক্যাপ্টেনেসি আর সংরক্ষিত কোটার প্লেয়ার। আপনারা কি বলেন?’’
সবুজ খান লিখেছেন, ‘‘বাজে ক্যাপ্টেন্সির চরম মূল্য দিলাম আজকে! জিতা ম্যাচটা হাতছাড়া হইলো!!! লর্ড লিটন দাসের ব্যাপারে কিছু বলবো নাহ!!! বাহ লিটন দাস বাহ।’’
ছড়ার তালে শরিফ তৌসিফ হোসাইন লিখেছেন,
‘‘ঐ দেখা যায় তালগাছ,
ঐ আমাদের গাঁ
ঐখানেতে বাস করে লিটন কুমার দা (কু=স, তাই বাদ)
ও লিটন তুই চাস কি?
ক্যাচ মিস করে মজা পাস কি?
লিটন (কানাবগী)-
খেলা আমি পারিনা,
রান আমি পাইনা।।
একটা ক্যাচ যদি পাই
অমনি ক্যাচ ছেড়ে মাঠে গড়াগড়ি খাই।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।