মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সবচেয়ে বড় অপরাধ চক্রের নেতা ও মাদক পাচারকারী দাইরো আন্তোনিও উসুগাকে আটক করা হয়েছে। শনিবার দেশটির সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক হন দাইরো। ‘অতোনিল’ নামেই অধিক পরিচিত দাইরো। ‘গালফ ক্ল্যান’ নামের মাদক চোরাচালান চক্রের প্রধান তিনি। কলম্বিয়ার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী অনেক দিন ধরে দাইরোকে হন্যে হয়ে খুঁজছিল। ৫০ বছর বয়সী এ মাদকসম্রাটকে ধরতে কয়েক বছর ধরে অনেক অভিযান চালানো হয়, কিন্তু অভিযানগুলো ব্যর্থ হয়। দাইরোর সন্ধান পেতে আট লাখ মার্কিন ডলার বা প্রায় সাত কোটি টাকার পুরস্কার ঘোষণা করে কলম্বিয়ার সরকার। অন্যদিকে, যুক্তরাষ্ট্র সরকার তার মাথার দাম ৫০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৪৩ কোটি টাকার পুরস্কার ঘোষণা করে। কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যান্টিকোয়া প্রদেশের একটি গ্রামীণ এলাকার গোপন আস্তানা থেকে দাইরোকে আটক করা হয়। এলাকাটি পানামা সীমান্তের কাছে অবস্থিত। গোপন আস্তানায় অভিযান চালিয়ে দাইরোকে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি দেশটির কর্তৃপক্ষ। তবে টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে বলেন, এ অভিযানে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। দাইরোকে আটকের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রেসিডেন্ট ইভান দুকে। তিনি বলেন, দাইরোকে ধরতে পারার ঘটনাটি চলতি শতকে কলম্বিয়ায় মাদক চোরাচালানের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত। অভিযানের পর কলম্বিয়ার সশস্ত্র বাহিনী একটি ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, হাতকড়া লাগানো দাইরোকে ঘিরে রেখেছেন সেনাসদস্যরা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।