Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়াকে মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৮:১৩ পিএম

উত্তর কোরিয়াকে মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কূটনীতিক সাং কিম। একইসঙ্গে পরমাণু আলোচনা ফের শুরু করার অনুরোধও করেন তিনি। রবিবার (২৪ অক্টোবর) এসব জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন কিম। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা তাদেরকে এই উস্কানি ও অন্যান্য অস্থিতিশীল কার্যকলাপ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি আরও জানান, আমরা পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছি। আমরা স্পষ্ট করে দিয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্র শত্রুতাপূর্ণ উদ্দেশ্য পোষণ করে না।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সর্বশেষ পরীক্ষা চালানো হয় গত মঙ্গলবার। এটি দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ