Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ও উগ্র-সাম্প্রদায়িকতাকে পরাজিত করা হবে -ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে পরাজিত করবেই। তিনি জানান, দলের ২০তম জাতীয় সম্মেলনের ঐতিহ্য রক্ষায় শৃঙ্খলা রক্ষা জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়াদী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন স্থল পরিদর্শনে এসে সম্মেলন প্রস্তুত কমিটির শৃঙ্খলা উপ-কমিটির এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন- সম্মেলনের সব উপ-কমিটি, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল নেতাকর্মীকে ডেকোরাম ও ডিসিপ্লিন রক্ষা করতে হবে। এ দায়িত্ব প্রত্যেক নেতাকর্মীর উপর বর্তায়। প্রত্যেকে দায়িত্বশীল নেতাকর্মী হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ট্রেডিশনের সঙ্গে টেকনোলজি এবং ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীণদের রক্ত সঞ্চালন করা হবে এই সম্মলনের মাধ্যমে। রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর বীর কন্যার নেতৃত্বে পার্টির নতুন রক্ত সঞ্চালন করে আমাদের মাটিকে (দেশ) গতিশীল করবো।
সকল নেতাকর্মীদের আত্ম প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে কাদের বলেন, সম্মেলনের বাইরে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার ও পোস্টার থাকবে। তবে আত্ম প্রচারের জন্য কারও ছবি ব্যবহার করা যাবে না।
তিনি বলেন, উগ্র সাম্প্রদায়িকতাকে পরাজিত করে সরকারের উন্নয়ন কর্মকাÐকে অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করাই আওয়ামী লীগের এ সম্মেলনের অঙ্গিকার। কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দলকে আরও গতিশীল ও স্মার্ট করে তোলাই এবারের সম্মেলনে আমাদের প্রধান অঙ্গিকার।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর এবং সমান সংখ্যক ডেলিগেটর অংশগ্রহণ করবেন। সম্মেলনে কাউন্সিলর ডেলিগেটস ছাড়াও দেশী-বিদেশী আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।
বিশ্বের ১৫টি দেশের রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে উপস্থিত থাকবেন উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমÐলীর এই সদস্য বলেন, দেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সবচেয়ে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ও উগ্র-সাম্প্রদায়িকতাকে পরাজিত করা হবে -ওবায়দুল কাদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ