Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হাতেনাতে গ্রেফতার ৫ কিশোর চাঁদাবাজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১১:৩৩ এএম

নগরীর লালখান বাজারে নির্মাণাধীন এক বাড়ির মালিকের কাছ থেকে চাঁদাবাজিকালে হাতেনাতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে পাকড়াও করেছে র‌্যাব। তারা হলো- মোঃ আরিফ হোসেন লোকমান (২৭), মোঃ হৃদয় (২০), মোঃ শুকুর (২১), মোঃ আরিফ (১৯) ও মোঃ মীর হোসেন (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৪৪ হাজার ৫০০ টাকা ও ছোরা উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায় শনিবার ওই বাড়ির মালিক অভিযোগ করেন কিশোর গ্যাংয়ের সদস্যরা গত ১৮ অক্টোবর তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তারা তিনদিনের আলটিমেটাম দেয়। শুক্রবার চাঁদা না দিয়ে কাজ শুরু করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দিলেই কাজ শুরু করা যাবে মর্মে হুমকি প্রদান করে। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাব জানায়, গ্রেফতার ৫ জন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন পূর্বক চাঁদা আদায় করে আসছে। 

 

PÆMÖv‡g nv‡Zbv‡Z †MÖdZvi 5 wK‡kvi Puv`vevR

 

PÆMÖvg ey¨‡iv

bMxi jvjLvb evRv‡i wbg©vYvaxb GK evwoi gvwj‡Ki KvQ †_‡K Puv`vevwRKv‡j nv‡Zbv‡Z wK‡kvi M¨vs‡qi 5 m`m¨‡K cvKovI K‡i‡Q i¨ve| Zviv n‡jv- ‡gvt Avwid †nv‡mb †jvKgvb (27), †gvt ü`q (20), †gvt ïKzi (21), †gvt Avwid (19) I †gvt gxi †nv‡mb (19)| G mgq Zv‡`i KvQ †_‡K 44 nvRvi 500 UvKv I †Qviv D×vi Kiv nq|

i¨ve Rvbvq kwbevi IB evwoi gvwjK Awf‡hvM K‡ib wK‡kvi M¨vs‡qi m`m¨iv MZ 18 A‡±vei Zvi Kv‡Q †gvUv As‡Ki Puv`v `vwe K‡i| Puv`v bv w`‡j evwoi KvR eÜ K‡i †`Iqvi ûgwK w`‡q Zviv wZbw`‡bi AvjwU‡gUvg †`q| ïµevi Puv`v bv w`‡q KvR ïiæ Ki‡j wK‡kvi M¨vs‡qi m`m¨iv kÖwgK‡`i gviai K‡i wbg©vY KvR eÜ K‡i †`q Ges Puv`v w`‡jB KvR ïiæ Kiv hv‡e g‡g© ûgwK cÖ`vb K‡i| Ggb Awf‡hv‡Mi wfwˇZ kwbevi iv‡Z G Awfhvb cwiPvjbv Kiv nq|

i¨ve Rvbvq,†MÖdZvi 5 Rb wK‡kvi M¨vs‡qi mwµq m`m¨ Ges `xN©w`b hver gnvbMixi wewfbœ GjvKvq A¯¿-k‡¯¿ mw¾Z n‡q fqfxwZ c«`k©b c~e©K Puv`v Av`vq K‡i Avm‡Q|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোর গ্যাং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ