নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ২০১৪ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিলো ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ডের খেলা। এ আসরে হংকং, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের মধ্যে লড়াই হলেও সেরার খেতাব জিতেছিলো লাল-সবুজরাই। ফলে তারা দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা পায়। ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ডের পর দীর্ঘ আড়াই বছরের বিরতিতে এবার দ্বিতীয় রাউন্ডের খেলাও হবে ঢাকায়। আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে এই রাউন্ডের খেলা। যার একটি গ্রæপের খেলা আগামী ৪ থেকে ১২ মার্চ পর্যন্ত ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশসহ ৮ টি দেশ অংশ নেবে ঢাকার আসরে। অন্য সাত দেশগুলো হলো- কানাডা, ওমান, মিশর, চীন, শ্রীলঙ্কা, ঘানা ও ফিজি। গত বুধবার আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) ওয়ার্ল্ড হকি লিগ দ্বিতীয় রাউন্ডের দল ও গ্রæপিং চূড়ান্ত করেছে। ১১ থেকে ১৯ মার্চ আয়ারল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে খেলবে ফ্রান্স, পোল্যান্ড, ইউক্রেইন, ইতালি, ওয়ালস, স্কটল্যান্ড ও অস্টিয়া। ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে আরেকটি গ্রæপের খেলা। ২৫ মার্চ থেকে ২ এপ্রিল সেখানে অনুষ্ঠিত খেলায় অংশ নেবে মালয়েশিয়া, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বার্বাডোস, চিলি, সুইজারল্যান্ড এবং স্বাগতিক ত্রিনিদাদ। এই টুর্নামেন্টের মাধ্যমেই চূড়ান্ত হবে ২০১৮ সালের হকি ওয়ার্ল্ড কাপের দল। ওয়ার্ল্ড হকি লিগের গ্রæপের সেরা দল, স্বাগতিক একটি দল ও আঞ্চলিক চ্যাম্পিয়নরা অংশ নেবে ওয়ার্ল্ড কাপ হকিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।