Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুরে দাঁড়াতে পারবে বার্সা-রিয়াল?

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বিরতির পর আবার মাঠে ফিরেছে ক্লাব ফুটবল। ইউরোপিয়ান ফুটবলের সেই লড়াইয়ে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি, লেস্টার সিটি, জুভেন্টাসের মত ইউরোপ সেরা দলগুলো। তবে এর ভিড়ে ফুটবল ভক্তদের বিশেষ নজর থাকবে লা লিগায় বার্সেলোনা-দিপোতিভো ম্যাচের দিকে। কারণটাও স্পষ্ট। ভক্তদের এখন একটিই জিজ্ঞাসাÑ আজ কি মাঠে নামছেন লিওনেল মেসি?

এখন পর্যন্ত মনে হচ্ছে ন্যু ক্যাম্পে আজ আর্জেন্টাইন তারকাকে দেখা যেতে পারে। আভাস ইঙ্গিতে তেমনটাই মনে হচ্ছে। গতকাল নেইমার-সুয়ারেজদের সাথে পূর্ণ সময় অনুশীলনেও ছিলেন ৫ বারের বিশ্বসেরা। ব্রাজিলিয়ান সতীর্থও দিয়েছেন তেমনি আভাস, ‘লিও ঠিক আছে। আমাদের তিন জনের (মেসি, সুয়ারেজ, নেইমার) সবাই দিপোর্তিভোর বিপক্ষে খেলবেন কিনা তা কোচের উপর নির্ভর করছে।’ গত ২১ সেপ্টেম্বর নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে কুঁচকির চোট নিয়ে ৩ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন মেসি। ফলে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে গত দুই ম্যাচে দেখা যায়নি তাকে। বার্সার হয়েও খেলতে পারেননি তিনটি ম্যাচ।
লা লিগায় শুরুটা অবশ্য এবার মোটেও ভালো হয়নি মেসির দলের। সাত ম্যাচে ইতোমধ্যে দুটি হার দেখে ফেলেছে চ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকায়ও নেমে যেতে হয়েছে চার নম্বরে। শেষ ম্যাচে সেল্টার মাঠে থেকে ৪-৩ গোলের হতাশা নিয়ে ফেরে লুইস এনরিকের দল। মেসিকে দলে পেয়ে কাতালান দলটি অবশ্য এখন বেশ চাঙ্গা। জয়ের আশা তাই করতেই পারেন এনরিকে। তবে প্রতিপক্ষ দিপোর্তিভো বলেই হয়তো একটু কপালে ভাজ পড়লেও পড়তে পারে স্প্যানিশ কোচের। শেষ দুই ঘরোয়া সাক্ষাতে যে গ্যালিসিয়ানদের বিপক্ষে জয় পাওয়া হয়নি। দুই ম্যাচই নিষ্পত্তি হয়েছিল ২-২ গোলে। ৭ ম্যাচে মাত্র ২টি জয় পাওয়া দলটি শেষ ম্যাচে স্পোর্টং গিজনকে ২-১ গোলে হারিয়ে আছে জয়ের ধারায়ও।
রিয়াল মাদ্রিদের জন্যেও আজকের ম্যাচটি ঘুরে দাঁড়ানোর। লিগে টানা তিন ম্যাচ তারা জয়হীন। লস বøাঙ্কোসরা খেলবে রিয়াল বেটিসের মাঠে। পয়েন্ট তালিকার ১৫ নম্বরের দলের বিপক্ষে জয়ের আশা করতেই পারেন জিনেদিন জিদান। লিগের আরেক পরাশক্তি হয়ে ওঠা দল অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য শুরুর ধাক্কা সামলে রয়েছে জয়ের ধারায়। লিগের প্রধাণ দুই প্রতিদ্ব›দ্বীর ধারাবাহীক ব্যর্থতার সুযোগে ডিয়েগো সিমিওনের দলটি এখন পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ৭ ম্যাচে মাদ্রিদের দুই দলের পয়েন্টই সমান ১৫। তবে গোল ব্যবধানে এগিয়ে ২০১৩/১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা। মুখোমুখি

লা লিগা
লেগানেস-সেভিয়া
বার্সেলোনা-দিপোর্তিভো
অ্যাট.মাদ্রিদ-গ্রানাদা
রিয়াল বেটিস-রিয়াল মাদ্রিদ
প্রিমিয়ার লিগ
চেলসি-লেস্টার
আর্সেনাল-সোয়ানসি
বোর্নমাউথ-হাল সিটি
ম্যান সিটি-এভারটন
স্টোক-সান্ডারল্যান্ড
ওয়েস্ট ব্রæম-টটেনহাম
ক্রিস্টাল প্যালেস-ওয়েস্ট হাম
সেরি আ
নাপোলি-রোমা
পাসকারা-স্যাম্পদরিয়া
জুভেন্টাস-উদিনেসি
বুন্দেসলিগা
কোলন-ইঁগোলস্টেড
ম’গøাডবাখ-হামবুর্গ
ফ্রাঙ্কফুর্ট-বায়ার্ন মিউনিখ
অগাসবুর্গ-শালকে
হফেনহেইম-ফ্রাইবুর্গ
ব্রিমেন-লেভারকুসেন

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘুরে দাঁড়াতে পারবে বার্সা-রিয়াল?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ