মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে ভয়াবহ মানবিক সঙ্কট এড়াতে হলে সাহায্য গোষ্ঠী বা দাতব্য সংস্থাগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে। কেবল সাহায্য গোষ্ঠীগুলোর পক্ষে এ সঙ্কট প্রতিরোধ করা সম্ভব নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। এ কারণে বিষয়টি নিয়ে আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের সাথে সম্পৃক্ত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রেড ক্রস। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পশ্চিমা-সমর্থিত সরকারের পতন এবং গত আগস্টে তালেবানের ক্ষমতায় ফিরে আসার কারণে রাতারাতি কয়েশ কোটি ডলারের বৈদেশিক সহায়তা হারানোয় সঙ্কটের মুখে পড়েছে আফগানিস্তান। এরই মধ্যে আফগানিস্তানে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক রবার্ট মার্ডিনি। পাশাপাশি অন্যান্য সংস্থাগুলোও একইভাবে এগিয়ে এসেছে বলে জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যন্ত তালেবানদের সাথে সম্পৃক্ততার ব্যাপারে সতর্ক পন্থা অবলম্বন করছে। কিন্তু, আফগানিস্তানে মৌলিক সেবা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন গুরুত্বপূর্ণ বলে মনে করেন রেড ক্রসের মহাপরিচালক রবার্ট মার্ডিনি। ‘মানবিক সংস্থাগুলো কেবল অস্থায়ী সমাধান দিতে পারে’, বলেন রবার্ট মার্ডিনি। আফগানদের সরাসরি নগদ অর্থ প্রদানে একটি তহবিল গঠন করা হয়েছে বলে গত বৃহস্পতিবার জানায় জাতিসংঘ। তবে, এই তহবিল দিয়ে তিন মাসের জন্য আপাতত সমস্যার সমাধান হবে বলে জানান মার্ডিনি। কয়েক দশক ধরে চলমান সংঘাতের সাথে আবহাওয়া পরিবর্তনের প্রভাব এবং কোভিড-১৯ মহামারি যুক্ত হয়েছে উল্লেখ করে মার্ডিনি বলেন, ‘আফগানিস্তান জটিল এক সঙ্কটের মধ্যে রয়েছে, যার দিন দিন আরও অবনতি হচ্ছে।’ মার্ডিনি জানান, আফগানিস্তানের প্রায় চার কোটি জনসংখ্যার ৩০ শতাংশ মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং দেশটির এক কোটি ৮০ লাখ মানুষের মানবিক সহায়তা বা সুরক্ষা প্রয়োজন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।