Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিওনার্ডো ডিক্যাপরিও আর কেইট উইন্সলেটকে নিয়ে জেমস ক্যামেরনের নতুন উদ্যোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৮ এএম

লিওনার্ডো ডিক্যাপরিও এবং কেইট উইন্সলেটকে নিয়ে জেমস ক্যামেরন যখন ‘টাইটানিক’ নির্মাণ করেন কারও ধারণা ছিলনা এটি চলচ্চিত্রের ইতিহাসে এতো বড় স্থান করে নেবে। সবচেয়ে সফল ক্লাসিকের মর্যাদা লাভ করে ফিল্মটি। আগামী বছর ফিল্মটির মুক্তি পাবার ২৫তম বর্ষ। ১৭ ডিসেম্বর, ১৯৯৭তে মুক্তি পায় ‘টাইটানিক’। ১৯৭ মিনিটের এই এপিক ফিল্ম আয় করেছ ২.২ বিলিয়ন ডলার। ১৪ মনোনয়ন পেয়ে জয় করে ১১টি অস্কার। সবচেয়ে বড় কথা রোজ (উইন্সলেট) আর জ্যাক (ডিক্যাপরিও) চরিত্র দুটি চলচ্চিত্রপ্রিয় মানুষদের মনে স্থায়িভাবে জায়গা করে নিয়েছে। মুক্তি ও সাফল্যের সিকি শতাব্দী পর পরিচালক জেমস ক্যামেরন দুই তারকাকে নিয়ে নতুন এক পরিকল্পনা করেছেন। উই গট দিস কাভার্ড জানিয়েছে ক্যামেরন এখন ‘অ্যাভাটার টু’ নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন যাতে উইন্সলেটও আছেন, তবে তিনি ক্যাপরিও ও উইন্সলেটকে নিয়ে ‘টাইটানিক’ স্মরণে একটি বিশেষ প্রামাণ্য চলচ্চিত্রের পরিকল্পনা করছেন। মূল চলচ্চিত্রের কিছু সেট নতুন করে নির্মাণ করে তাকে পেছনে রেখে এই প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে দুই তারকাই বিষয়টি ঘটলে তাতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। ক্যাপরিও ও উইন্সলেট ‘টাইটানিক’ ছাড়া ২০০৮-এর ‘রেভোলিউশনারি রোড’ ফিল্মে অভিনয় করেছেন, এছাড়া ‘টাইটানিক’ ফিল্মের পর থেকে এখন পর্যন্ত তাদের বন্ধুত্ব বজায় আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ