Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

আরও ‘টার্মিনেটর’ সিকুয়েলের আভাস দিলেন জেমস ক্যামেরন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চলচ্চিত্র নির্মাতা ‘টার্মিনেটর’ ফ্র্যাঞ্চাইজকে আরও এগিয়ে নিয়ে যাবার সম্ভাবনা ব্যক্ত করেছেন। তবে তার পেছনে একমাত্র শর্ত হল আসন্ন পর্ব ‘ডার্ক ফেইট’-এর সাফল্য। ‘ডেডপুল’খ্যাত টিম মিলার চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আর প্রযোজনা করেছেন ক্যামেরন স্বয়ং। ক্যামেরন চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনায়ও সহায়তা করেছেন। ক্যামেরন জানান ‘ডার্ক ফেইট’-এর চিত্রনাট্য নিয়ে তারা বেশ কয়েক সপ্তাহ কাজ করেছেন এবং তার বিশ্বাস এটি থেকে নতুন ট্রিলজির সূচনা হবে। “আমরা ‘ডার্ক ফেইট’ দিয়ে যদি যথেষ্ট আয় করতে পারি তাহলে আমরা নিশ্চিত জানি পরের ফিল্মগুলোর কাহিনী কী,” ক্যামেরন বলেন। ‘ডার্ক ফেইট’ ক্যামেরন পরিচালিত ‘টার্মিনেটর :জাজমেন্ট ডে’র (১৯৯১) সরাসরি সিকুয়েল, তবে তাতে শেষ তিন ফিল্ম –‘টার্মিনেটর থ্রি : রাইজ অফ দ্য মেশিন’ (২০০৩), ‘টার্মিনেটর স্যালভেশন’ (২০০৯) এবং ‘টার্মিনেটর জেনিসিস’-এর (২০১৫) অনেক যোগসূত্র থাকবে। শেষ তিন পর্বে যুক্ত না থাকলেও সেগুলো থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানান ক্যামেরন। ‘ডার্ক ফেইট’ পর্বে আর্নল্ড শোয়ার্জেনেগারের সঙ্গে যোগ দেবেন লিন্ডা হ্যামিল্টন; এরা দুজন প্রথম দুই পর্বে ছিলেন। নতুন যোগ দিয়েছেন ম্যাকেনজি ডেভিস, নাটালিয়া রেয়েস, গ্যাব্রিয়েল লুনা এবং দিয়েগো বোনেতা। ফিল্মটি ২ নভেম্বর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ