Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

৯০০ বছর আগের তলোয়ার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ইসরাইলের উত্তরাঞ্চলের সাগরের নিচে পাওয়া গেছে ৯০০ বছর আগের একটি তলোয়ার। দেশটির হাইফার কারমেল উপকূলে সাঁতার কাটছিলেন শখের ডুবুরি স্লোমি ক্যাটজিন। সামুদ্রিক নানা জীবের আবাসে পরিণত হওয়া প্রায় সাড়ে তিন ফুট লম্বা তলোয়ারটি হঠাৎই খুঁজে পান তিনি। সংশ্লিষ্টদের ধারণা, হাইফার কারমেল উপকূলের অগভীর সমুদ্রতলের বালু সরে যাওয়ায় প্রাচীন এই অস্ত্রটি বেরিয়ে এসেছে। এ ধরনের তলোয়ার ব্যবহার করতেন ক্রুসেডার নাইট যোদ্ধারা।

এক শতাব্দী ধরে চলেছে (১০৯৫ সালে শুরু হওয়া) ক্রুসেড বা ধর্মযুদ্ধ। ইউরোপীয় খ্রিস্টানরা ওই সময় মধ্যপ্রাচ্যজুড়ে জেরুজালেমসহ মুসলমানদের পবিত্র ভূমিগুলো দখল করার চেষ্টায় ভ্রমণ করে। তলোয়ারটি সেই সময়েরই হতে পারে। ইসরাইলের প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ (আইএএ) জানিয়েছে, এটি পরিষ্কার করে পরীক্ষা-নিরীক্ষার পর প্রদর্শনীর জন্য রাখা হবে।

আইএ-এর সামুদ্রিক প্রত্নতত্ত্ব শাখার প্রধান কোবি শারভিত বলেন, ‘ওই উপকূলে কয়েক শতাব্দী ধরে ঝড়ের সময় বিভিন্ন জাহাজকে আশ্রয় দেওয়া হয়েছে। এ কারণে যুগ যুগ ধরে বাণিজ্যিক জাহাজগুলো সেখানে ভিড়েছে। পেছনে ফেলে গেছে সমৃদ্ধ সব প্রত্নতত্ত্ব। আর এ উপকূলের কাছাকাছি ছিল ক্রুসেডারদের আতলিট দুর্গ।’
পাথরখচিত তলোয়ারটি মূলত লোহার তৈরি। এ কারণে বিষয়টি স্পষ্ট যে, ওজনে অনেক ভারী এবং আকৃতিতে বেশ বড় এই তলোয়ার খুব শক্তিশালী যোদ্ধারা ব্যবহার করতো। সূত্র : বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৯০০ বছর আগের তলোয়ার!

২৩ অক্টোবর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ