মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস ক্রিস্টি। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত দলীয় প্রাইমারিতে নিজের হতাশাজনক ফলাফলের পর ক্রিস্টি এই সিদ্ধান্ত নিয়েছেন। সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিউজার্সির এই গভর্নর তার নির্বাচনী প্রচার স্থগিত করেছেন। প্রচারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে। নিউ হ্যাম্পশায়ারে ভালো ফলের আশায় দীর্ঘ সময় ধরে প্রচার চালিয়েছিলেন ক্রিস্টি। একই সঙ্গে তিনি তার তহবিলের মোটা অংশও এই অঙ্গরাজ্যে ব্যয় করেছিলেন। কিন্তু ভোটের ফলাফল তার জন্য একরাশ হতাশা বয়ে এনেছে। রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তার অবস্থান ষষ্ঠ। তিনি মাত্র ৭ শতাংশ ভোট পেয়েছেন। এবার রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ক্রিস্টিকে সম্ভাবনাময় ভাবা হচ্ছিল। আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে হতাশাজনক ফলাফলের পর রিপাবলিকান দলের আরেক মনোনয়নপ্রত্যাশী কার্লি ফিওরিনাও লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাইমারিতে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক দলে বিজয়ী হয়েছেন ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর বার্নি স্যান্ডার্স। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।