Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রাণ গেল চিকিৎসকের

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ১১:৪৪ পিএম

রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে ডা. মামুন উর রশীদ (৬৭) নামে এক চিকিৎসক মারা গেছেন। একই সময়ে রামেকে উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। তবে চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানে শনাক্ত ও মৃত্যু কমেছে। খুলনায় করোনা ইউনিটগুলো প্রায় রোগীশূন্য হয়ে পড়েছে। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ছয়জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে মোট এক হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার শূন্য দশমিক ২৩ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১৪২ জন। মারা গেছেন এক হাজার ৩১৭ জন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো দুজনের মৃত্যু হয়েছে। দুজনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ। তাদের মধ্যে রাজশাহীর একজন ও কুষ্টিয়ার একজন। মারা যাওয়া দুজনই পুরুষ। গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
এদিকে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মামুন উর রশীদ (৬৭) নামে এক চিকিৎসক মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। ডা. মামুন-উর-রশীদ রামেকের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। অবসর নেয়ার পর রাজশাহীতেই একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সর্বশেষ গত ১৭ অক্টোবর খুলনায় করোনায় ২ জন মারা যান। গত ২৪ ঘণ্টায় ১৮৫ টি নমুনা পরীক্ষায় ৩ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের শতকরা হার ১ দশমিক ৬২। খুলনা জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৪৪ জন। মারা গেছেন ৭৭২ জন। খুলনার তিনটি হাসাপাতালের করোনা ইউনিট প্রায় রোগীশুন্য হয়ে গেছে।
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, ১৫ দিনে জেলায় কোনো মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩২৭ জনই আছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে মাত্র ১ জন আক্রান্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসক

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ