Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরিয়ান-মামলায় আদালত প্রক্রিয়াতে আক্রোশ এবং সাম্প্রদায়িকতার প্রকাশ

চীনা হুমকি, করোনার আর্থ-সামাজিক ক্ষতি থেকে দৃষ্টি ঘোরাতে ইসলামবিদ্বেষ

দ্য ওয়াশিংটন পোস্ট | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

২০১৫ সালের নভেম্বরে ভারতীয় মুসলিম মোহাম্মদ আখলাককে তার বাড়িতে ফ্রিজে গরুর মাংস রাখার অভিযোগে হত্যা করা হয়। আখলাকের জীবন বাঁচাতে গিয়ে তার ছেলের দানিশের মাথার খুলি ফেটে যায়। সেসময় বলিউডের ভালোবাসার রাজা এবং শীর্ষ অভিনেতা শাহরুখ খান এক সাক্ষাৎকারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, ‘আমাদের মাংস খাওয়ার অভ্যাস দ্বারা আমাদের ধর্ম (ইসলাম) কে সংজ্ঞায়িত করা বা সম্মান দেখানো যায় না। এটা খুব তুচ্ছ এবং নির্বুদ্ধিতা।’

এ মন্তব্যের জের ধরে শাহরুখকে ট্রল করে বিদ্রæপ এবং হেনস্থা করা হয়েছিল। তার জাতীয়তাবাদকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। তাকে পাকিস্তানে চলে যেতে বলা হয়েছিল। তার নতুন ছবি ‘দিলওয়ালে’ স্পষ্টভাবে বিতর্কের মধ্যে পড়ে। তারপর থেকে শাহরুখ খান, যিনি সতর্ক করেছিলেন যে, ‘ধর্মীয় অসহিষ্ণুতা (ভারতকে) অন্ধকার যুগে নিয়ে যাবে’, নিরব হয়ে যান।

ভারতের অন্যতম প্রধান ফ্যাশন ব্র্যান্ড ‘ফ্যাব ইন্ডিয়া’র সাথে জড়িত একটি মামলায় এ সপ্তাহে ভারতের উগ্রপন্থ’ীরা তাদের ক্ষমতার দাপট এবং ইসলামোফোবিয়াও দেখিয়েছে। পত্রিকাটি তাদের দীপাবলির নতুন কালেকশনের জন্য একটি অনলাইন বিজ্ঞাপনে ‘জশনে-ই-রেওয়াজ’ যার অর্থ ‘ঐতিহ্যের উৎসব’ শব্দটি ব্যবহার করলে তা প্রত্যাহার করানো হয়। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একজন উচ্চপদস্থ সংসদ সদস্য ফ্যাব ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগে উর্দু ভাষার কথিত ব্যবহারকে হিন্দু বিরোধী এবং ‘ইব্রাহিমিকরণের ইচ্ছাকৃত প্রচেষ্টা’র উদাহরণ বলে অভিহিত করেন।

প্রকৃতপক্ষে, উর্দু এমন একটি ভাষা যার উৎপত্তি ভারতে এবং ভাষাবিদগণ উল্লেখ করেছেন যে, ফ্যাব ইন্ডিয়ার প্রচারে ব্যবহৃত শব্দগুলো হিন্দি এবং উর্দুর সংমিশ্রণ। কিন্তু ইসলাম বিদ্বেষীদের মূল কথাটি স্পষ্ট: উর্দুকে ইসলামিক হিসেবে বিবেচনা করা হয়, তাই কুৎসিত রকমের গন্ডগোল সৃষ্টি করুন।

এদিকে, বলিউড কিং শাহরুখের মধ্যবিত্ত শিকড়, হিন্দু নারীর সাথে আন্তঃধর্মীয় প্রেম-বিয়ে, সম্পূর্ণভাবে বহুসংস্কৃতিকে ধারণ এবং বিদ্রুপাত্মক হাস্যরস অনেকগুলো কারণের অন্যতম, যা তাকে ভারতের, দেশটির সাম্প্রদায়িক সম্প্রীতির এবং বহুত্ববাদের উজ্জ্বল, গৌরবান্বিত এবং সবকিছুর সম্ভাব্যতার প্রতীক বানিয়েছে। কিন্তু এখন, তিনি বিষাদগ্রস্ত, ক্ষমাপ্রার্থী এবং সর্বোপরি, হৃদয়বিদারকভাবে নীরব এক ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন, যিনি বর্তমানে ভারতের ক্ষয়প্রাপ্ত, অবমাননাকর এবং অবমূল্যায়িত সমস্ত কিছুর প্রতীক।

ভারতের অনলাইন জনতার অভিমত যে, শাহরুখ আজ ২৩ বছর বয়সী আরিয়ান খানের ব্যথিত বাবা, যিনি এখন মাদক ব্যবহারের অভিযোগে ১৭ দিন ধরে জেল খাটছেন। বুধবার বিশেষ মাদকদ্রব্য অপরাধ আদালত তার জামিন নামঞ্জুর করলে বিষয়টি হাইকোর্টে গড়ায়।

শাহরুখের ছেলের সাথে সেলফি তুলতে গিয়ে ধরা পড়ার পর পালানো এক বিজেপি কর্মী ও এক প্রাইভেট গোয়েন্দা কেবল সেই মাদক-বিরোধী অভিযানের অংশই ছিল না; ক্যামেরাতে তাদের আরিয়ানকে অভিযান থেকে এসকর্ট করে পুলিশী হেফাজতে নিয়ে যেতেও দেখা যায়। আরিয়ানের বিরুদ্ধে মাদক রাখার, বা কারবার চালানোর কোন অভিযোগ নেই। যদিও সরকারী উকিলরা আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটকে প্রমাণ হিসেবে দাবি করেছেন, তবে তার আইনজীবী তা নাকচ করেছেন।

আরিয়ান খান আইন লঙ্ঘন করলে আইনের অধীনে প্রয়োজন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত বলে অনেকেই একমত। কিন্তু বিচার ব্যবস্থায় ভারতের আদালতের প্রতিক্রিয়ায় আনুপাতিক বিষয়গুলোর সম্পূর্ণ অনুপস্থিতিতে যেখানে জামিনের ব্যতিক্রম হওয়া উচিত নয়, সেখানে প্রায়ই সাম্প্রদায়িক, বিষাক্ত আক্রোশ এবং সাম্পদায়িকতা প্রকাশ পাচ্ছে।

এক্ষেত্রে শাহরুখ খান এবং তার ছেলে নিখুঁত উদাহরণ। চীনা হুমকি বা কোভিড-১৯ এর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি সম্পর্কে কে কথা বলতে চায়, যখন আপনি প্রাইম টাইমে সুপার স্টারদের নিয়ে মগ্ন থাকতে পারেন এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই রায় দিতে পারেন? এর সাথে কিছু ইসলামবিদ্বেষকে ব্যবহার করলে ভারতের মূল পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরানোর কৌশলটি আরো ভাল কাজ করে। যখন একবার শক্তিশালী হিরোরা আরো গভীর নীরবতার দিকে পা বাড়ায়, নিপীড়নকারীরা আরো ক্ষমতায়িত বোধ করে।

আরিয়ান হয়তো বিশেষ সুবিধাপ্রাপ্ত সন্তান, কিন্তু ভারতের মানবাধিকার তথ্য দেখায় যে, দেশটির মুসলিম, দলিত এবং উপজাতি সদস্যরা অনেক বেশি হারে জেল খাটছে। অথচ, এর ঠিক বিপরীতেই দাদরি নিপীড়ন মামলার বিচার শুরু হয়েছিল আখলাক হত্যার পাঁচ বছর পর। তার ছেলে এবং একদা সরকারী চাকরিতে যোগদানের স্বপ দেখা দানিশ মস্তিষ্কে দুটি অস্ত্রোপচারের পর অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন এবং বলেছেন, ‘আমরা সবাই একটু ভালোবাসার ক্ষুধার্ত।’ ভালোবাসার রাজা শাহরুখও হয়তো একইরকম অনুভব করছেন।

 

 



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২২ অক্টোবর, ২০২১, ২:৫৩ এএম says : 0
    যে হারামজাদারা দোকানে মদ বিক্রি করে ,রাস্তার মধ্যে বিক্রি করতে পারে,গরুর মূত খায়,গোবর খায়।এদের আবার মাদকদ্রব্য কীসের,এইটি করেছে মুসলিম হওয়ার কারনে ,হারামজাদা মোদী মনে করেছে ,শারফখান বহু টাকার মালিক তাকে কি ভাবে নিপাত করা যায়,আরে মোদী তুমি কি জাননা এই শারখ খান মোগলদের বংশোদ্ভূত,নবাবদের বংশোদ্ভূত,ভারতবর্ষ কাদের শাসন ছিল তুমি কি করে ভুলে গেছে ও ।
    Total Reply(0) Reply
  • Mahadi Hasan Mamun ২২ অক্টোবর, ২০২১, ৬:১২ এএম says : 0
    এই যদি হয় অবস্থা তাহলে প্র‍্যাক্টিসিং মুসলিমরা কি অবস্থায় আছে?
    Total Reply(0) Reply
  • HM Tawhidul Islam Abedi ২২ অক্টোবর, ২০২১, ৬:১২ এএম says : 0
    পৃথিবীতে এক নিকৃষ্ট দেশ ভারত, যেখানে মুসলিম সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে এবং বৈষম্যের শিকার হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Rabiul Kawsar Chowdhury Mba ২২ অক্টোবর, ২০২১, ৬:১৩ এএম says : 0
    নাইট ক্লাবের নিয়মিত সদস্য, নামের মুসলমান, শাহরুখ খান পুত্র আরিয়ান খানের উপর এত অত্যাচার হলে, ভারতের সাধারণ মুসলমানদের ওপর কত অত্যাচার করা হচ্ছে, তা অনুমেয়!!
    Total Reply(0) Reply
  • Nesar Uddin Liton ২২ অক্টোবর, ২০২১, ৬:১৩ এএম says : 0
    আমার কাছে মনে হয় সেটাই কারণ এখন যারা ইন্ডিয়ায় ক্ষমতায় আছে তারা ইসলাম বিদ্বেষী মুসলিমবিদ্বেষী।
    Total Reply(0) Reply
  • Anamul Houqe ২২ অক্টোবর, ২০২১, ৬:১৪ এএম says : 0
    তাকে কঠিন শাস্তি দেয়া দরকার যাতে খাটি ঈমানদার হয়ে জেল থেকে বাহির হতে পারে।
    Total Reply(0) Reply
  • Shahed Hossain ২২ অক্টোবর, ২০২১, ৬:১৪ এএম says : 0
    অপরাধ টা,জামিন যোগ্য হওয়ার কথা।
    Total Reply(0) Reply
  • Hossain Ahmad ২২ অক্টোবর, ২০২১, ৬:১৪ এএম says : 0
    যে আটক করছে তার ইসলামী বিরোধী মানসিকতার ওপেন সিক্রেট।
    Total Reply(0) Reply
  • Arfan Younus ২২ অক্টোবর, ২০২১, ৬:১৫ এএম says : 0
    সব চাঁদাবাজির ধান্ধা বিজেপি কে বড়ো অংকের চাঁদা দিলে সব ঠিক হয়ে যাবে
    Total Reply(0) Reply
  • Muhiuddin Nahid ২২ অক্টোবর, ২০২১, ৬:১৬ এএম says : 0
    নামটা মুসলিম হওয়ার কারণে আরিয়ানকে টার্গেট করা হয়েছে,যদিও কাজকর্মে ওদের মুসলমানিত্ব বাকি নেই,,,,
    Total Reply(0) Reply
  • Md Kafil ২২ অক্টোবর, ২০২১, ৬:১৬ এএম says : 0
    জি এটাই সত্যি কথা, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই শাহরুপুএ কে নাজেহাল করা হচ্ছে জেলে রেখে
    Total Reply(0) Reply
  • Abdullah Al Tauhid ২২ অক্টোবর, ২০২১, ১১:৫৮ এএম says : 0
    ...........দের একটাই ধান্দা সেটা হচ্ছে মুসলিম নিধন করা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরিয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ