Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবন বাঁচাতে পালাচ্ছে রোহিঙ্গারা

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের রাখাইনে রাজ্যে হামলার ঘটনায় সন্দেহভাজন বহুসংখ্যক গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের নামে আরাকানের মুসলিমদের (রোহিঙ্গা) উপর সরকারি তিনটি বাহিনী নির্মম নৃশংসতা চালাচ্ছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। জারি করা হয়েছে রাত্রিকালিন কারফিউ। গত ৫ দিনে সংঘর্ষে ৩৯ জন নিহতের পর বন্ধ ঘোষণা করা হয়েছে ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন রাখাইন রাজ্যের শত শত আরাকানি মুসলিম। সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকাটিতে গত সপ্তাহে পুলিশের ওপর হামলার পর থেকে এ ঘটনার সূত্রপাত। এরপর থেকে অভিযানের নামে শুরু হয় পুলিশ, সেনাবাহিনী ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ত্রিমুখী হামলা। বুধবারও ১০ গ্রামবাসী নিহত হয়েছে। সরকারি বাহিনীর সদস্যরা জ্বালিয়ে দিয়েছে কমপক্ষে ২৫টি বাড়ি। জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। কিছুদিন আগে রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি উদ্যোগ নিয়েছিল মিয়ানমারের নতুন সরকার। কিন্তু নতুন করে শুরু হওয়া এই সহিংসতা ওই উদ্যোগকে বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের ভাষায়, রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষজন বিশ্বের সবচাইতে নির্যাতিত জনগোষ্ঠীর একটি। যারা পৃথিবীর কোনো দেশের নাগরিক নয়। গত কয়েক শতাব্দী ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বাস। দেশটি রোহিঙ্গাদের তার নাগরিক মনে করে না। এমনকি রোহিঙ্গা শব্দটি ব্যবহারেও দেশটির সরকারের আপত্তি রয়েছে। রোহিঙ্গারা মিয়ানমারে বৌদ্ধদের হাতে নির্যাতনের শিকার বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে পালিয়ে সীমান্ত পার হয়ে তাদের অনেকেই পার্শ্ববর্তী প্রবেশ করেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জীবন বাঁচাতে পালাচ্ছে রোহিঙ্গারা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ