Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় অপহৃত কিশোরী চার মাস পর কুষ্টিয়ায় উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ১২:৩২ পিএম

ফতুল্লার নিখোঁজ কিশোরীকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পিবিআই। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলার দৌলতপুরের দৌলতখালী গ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, গত ৩০ মে রিদয় আলী ওরফে মো. হৃদয় ইসলাম (২২), আনোয়ারুল ইসলাম (৪১), শেফালী বেগম (৩৩), ফিরোজা খাতুন, জালাল উদ্দিন (৫৪) ফতুল্লার মাহাবুব আলমের মেয়ে (১৩)কে অপহরণ ও মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে।
পরবর্তীতে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইদকে দেন। মামলার তদন্তকারি কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন এসআই টিপু সুলতান। নিখোঁজ কিশোরী উদ্ধারের লক্ষ্যে পিবিআই গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে। পরে খবর পেয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুরের দৌলতখালী গ্রামে অভিযান পরিচালনা করে নিখোঁজ কিশোরী (১৩)কে উদ্ধার করা হয়
পিবিআই আরো জানায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.শাকিল আহাম্মদ এর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান শেষে ভুক্তভোগী কিশোরীকে মায়ের জিম্মায় দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ