Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার যুক্তরাষ্ট্রের পাল্ট ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইয়েমেনের হুতিদের আক্রমণের জবাব
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের উপকূলীয় তিনটি রাডার স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে এ সপ্তাহে হুতিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টা জবাবেই গত বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার অনুমোদন দিয়েছেন। এর মধ্যদিয়ে ওয়াশিংটন প্রথম ইয়েমেন সংঘাতে হুতি-নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুতে সরাসরি সামরিক ব্যবস্থা নিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক সেনা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ইউএসএস নিটজ থেকে ইয়েমেনে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। স্থানীয় সময় ভোর ৪টায় এ হামলা করা হয়েছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ইউএএস ম্যাসনসহ অন্যান্য যুদ্ধজাহাজে হামলার চেষ্টা এবং আগের হামলাগুলোতে ইয়েমেনের ওই রাডারগুলো সক্রিয় ছিল বলে জানান আরেক মার্কিন কর্মকর্তা। হামলা চালানো রাডার স্থাপনাগুলো প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে বেসামরিক নাগরিক হতাহত হওয়ার ঝুঁকি কম বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস ম্যাসন গত রোববার এবং গত বুধবার ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে গত রোববার দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে রয়টার্সকে জানান পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস। তবে লক্ষ্যভ্র হয়ে ক্ষেপণাস্ত্র দুটি পানিতে পড়ে বলে জানান তিনি। হুতিরা অবশ্য যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে। রিয়াদ ১৮ মাস আগে আরব দেশগুলোকে সঙ্গে নিয়ে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে। দুবছর আগে হুতিদের উৎখাত করা প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদিকে আবারও ক্ষমতায় ফেরানোর চোয় হুতিদের সঙ্গে লড়ছে সউদি জোট। ওদিকে, হুতিরা মনসুর হাদির পূর্বসূরি আলি আবদুল্লাহ সালেহর পক্ষ হয়ে লড়ছে। বেশ কয়েকটি আর্মি ইউনিট তাদেরকে সমর্থন দিচ্ছে এবং দেশের উত্তরের বেশিরভাগ এলাকাসহ রাজধানী সানাও হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার যুক্তরাষ্ট্রের পাল্ট ক্ষেপণাস্ত্র হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ