Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানি থেকে লন্ডনে পৌঁছেছেন প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১১:০৫ এএম

জার্মানির বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী জানান, প্রেসিডেন্ট বার্লিন থেকে দুপুর দেড়টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছেছেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। সে সময় প্রেসিডেন্টের সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী রাশিদা খানম।

প্রসঙ্গত, স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১২ দিনের সফরে ৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। আগামী ২২ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল কিন্তু বঙ্গভবনের তথ্য মতে, প্রেসিডেন্টের (সংশোধিত সময়সূচী অনুযায়ী) এখন ২৬ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসিডেন্ট

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ