মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের দায়ে ভারতীয় একটি সাবমেরিনকে ঠেকিয়েছে দেশটির নৌবাহিনী। পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ দাবি করা হয়। গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ২০১৬ সাল থেকে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা করলো ভারতীয় সাবমেরিন।
ইসলামাবাদ বলছে, গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। রাত ১১টা ১৮ মিনিট থেকে ১১টা ৩৬ মিনিটের এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে দেশটির সেনারা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের নৌবাহিনী ভারতের নৌযান শনাক্ত ও অনুপ্রবেশের চেষ্টা আটকাতে ‘সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দক্ষতার’ পরিচয় দিয়েছে। বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে পাকিস্তানের নৌসীমা সুরক্ষা রাখতে দেশটির নৌবাহিনী কঠোর নজরদারি বজায় রেখেছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযোগের বিষয়ে ভারত সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ সাবমেরিন অনুপ্রবেশের অভিযোগ নিয়ে বিবৃতির পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ভিডিওর ইনফ্রারেড ফুটেজে দেখা গেছে, একটি সাবমেরিনের ছুটে চলছে। ইনফ্রারেড ফুটেজে সাবমেরিনের ভৌগোলিক অবস্থান দেখানো হয়েছে পাকিস্তানের বন্দর নগর করাচির ২৮৩ কিলোমিটার দক্ষিণে। সেই হিসাবে সাবমেরিনটির অবস্থান সমুদ্রতীরবর্তী পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) সীমানার ঠিক ভেতরে। সূত্র : আল জাজিরা, ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।