Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইএস ও আল-কায়েদার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইইউ

১৫০ দেশে শত কোটি ডোজ টিকা রফতানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:১৩ এএম

 নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস এবং আল-কায়েদা গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ালো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্তের পর এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমানে আইএস ও আল-কায়েদার ৬ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে ইইউ-তে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং সম্পত্তি বাজেয়াপ্তও আছে’। নিষেধাজ্ঞা ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।আল কায়েদা-আইএসের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে গোপনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। মূলত ইরাক, আফগানিস্তান ও সিরিয়াতে এই জঙ্গি গোষ্ঠীগুলোর শক্ত অবস্থান। সম্প্রতি আফগানিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় শতাধিক মানুষ প্রাণ হারান। এর দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস। অপর এক খবরে বলা হয়, ১৫০ দেশে ১০০ কোটি করোনার প্রতিষেধক টিকা রফতানি করেছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত জাপান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনেও ভ্যাকসিন সরবরাহ করা হয়। সোমবার এমন তথ্য জানিয়েছেন ইইউ’র প্রধান নির্বাহী উরসুলা ভন ডার লেন। ইইউকে বিশ্বের অন্যতম টিকা রফতানিকারক হিসেবে দাবি করেন উরসুলা। মহামারি মোকাবিলায় করোনায় বিপর্যস্ত মধ্যম এবং নিম্ন আয়ের দেশগুলোকে আরও ৫০ কোটি ডোজ সরবরাহের ঘোষণা দিয়েছেন তিনি। তবে অন্যান্য সামর্থ্যবান দেশগুলোকেও টিকা বিতরণে এগিয়ে আশার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মহামারীকে জয় করার এটিই এখন পর্যন্ত একমাত্র উপায়’। ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া করোনায় কাবু গোটা দুনিয়া। ভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে টিকা দেওয়ার হারে এখনও পিছিয়ে আফ্রিকাসহ অনেক দেশ। আনাদোলু, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ