নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দীর্ঘ সাড়ে ৩ বছর পর টার্ফে গড়িয়েছে ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ। মঙ্গলবার গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এদিন দুপুরে প্রথম ম্যাচে মেরিনার ৬-১ গোলে হারায় পুলিশ হকি ক্লাবকে। বিজয়ী দলের হয়ে ফজলে হোসেন রাব্বি তিনটি এবং সোহানুর রহমান, হৃদয় ও মো. মিলন হোসেন একটি করে গোল করেন। পুলিশের পক্ষে এক গোল শোধ দেন আব্দুল মালেক।
একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ১০-০ গোলে বিধ্বস্ত করে নবাগত দিলকুশা স্পোর্টিং ক্লাবকে। মোহামেডানের মাইনুল ইসলাম কৌশিক একাই করেন চার গোল। বাকি ছয় গোলের মধ্যে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম ও নাসির হোসেন করেন দু’টি করে গোল। সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে আবাহনী লিমিটেড ৬-০ গোলে উড়িয়ে দেয় আজাদ স্পোর্টিং ক্লাবকে। আবাহনীর মাহবুব হোসেন চার ও হাসান যুবায়ের নিলয় দু’টি করে গোল করেন।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাঈদ মইনউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, লিগ কমিটির চেয়ারম্যান আব্দুল আহাদ ও সম্পাদক খাজা তাহের লতিফ মুন্নাসহ অন্যান্য কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।