Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জাপান উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রকেট উৎক্ষেপণের তিনদিনের মাথায় উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানিয়েছে জাপান। গত বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান। ২০১৪ সালের জুলাই থেকে উত্তর কোরিয়ার পণ্যবাহী কোন জাহাজ বন্দরে ভিড়তে নিষেধাজ্ঞা চালু করেছিল জাপান। একমাত্র মানুষ্যবাহী জল-জাহাজ ভিড়তে পারত। কিন্তু বুধবার জাপান সরকারের সিদ্ধান্তের পর এখন থেকে তাতেও ছেদ ঘটল। প্রধানমন্ত্রী আবে বলেন, আমরা অনেক কিছু বলার পরও উত্তর কোরিয়া তাদের একগুঁয়েমি দেখিয়ে আসছে। জাতিসংঘ নীতিমালা লঙ্ঘন করে তারা যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তা ঘোরতর অন্যায়। আর এজন্য আমরা এককভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি বলেন, এখন থেকে উত্তর কোরিয়ার কোনও নাগরিক জাপানে প্রবেশ করতে পারবে না। এমনকি জাপান থেকে কোন নাগরিক কিংবা জাপানি নন এমন কেউ উত্তর কোরিয়া থেকে সফর শেষে জাপানে যেতে পারবে না। উত্তর কোরিয়ার মানুষ বহনকারী কোনও জল-জাহাজ জাপানের কোন বন্দরে ভিড়তে পারবে না। এমনকি উত্তর কোরিয়ার সীমান্ত দিয়ে চলে আসা তৃতীয় কোনও দেশের জাহাজের প্রতি নিষেধাজ্ঞা অটুট থাকবে। গত রোববার বিশ্বনেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে উত্তর কোরিয়া কৃত্রিম উপগ্রহ পাঠানোর নামে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জাপান ও তার মিত্র দেশ দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র দাবি করে আসছে। এনএইচকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ