নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
‘আমরা সব ম্যাচই জিততে চাই।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বড় আত্মবিশ্বাসী গলায় বলে গিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বড় কিছুর স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ দলের কাছে এই চাওয়া ছিল আপামর ভক্তেরও। সেখানেই কিনা বাংলাদেশ বিশ্বকাপ অভিযান শুরু করল হার দিয়ে। তাও ‘পুঁচকে’ স্কটল্যান্ডের কাছে।
এই হারে সৌম্য-লিটনদের আত্মবিশ্বাসে তো বড় চিড় ধরেছেই, বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের যাওয়াটাও বড় প্রশ্নের মুখে পড়ে গেল। বলতে গেলে বাংলাদেশের সুপার টুয়েলভসে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কঠিন করে দিল এই হার।
এখন বাছাইপর্বের পরের দুটি ম্যাচ বাংলাদেশকে দুর্দান্তভাবে জিততে তো হবেই, সঙ্গে বিরস বদনে চেয়ে থাকতে হবে স্কটল্যান্ড আর ওমানের ‘খারাপ করার’ দিকেও।
বিশ্বকাপের শুরুর দিন গতকাল বাছাইপর্বের ‘বি’ গ্রুপের চারটি দলই মাঠে নামে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে বলতে গেলে এক প্রকার উড়িয়েই দিয়েছে স্বাগতিক ওমান। পাপুয়া নিউগিনির দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ওমান তাড়া করেছে ১০ উইকেট হাতে রেখেই। তাও ১৩.৪ ওভারে। বিশাল এই জয়ে দুই পয়েন্ট নিয়ে এখন ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার চূড়ায় আছে ওমান। ওমানের নেট রানও দুর্দান্ত +৩.১৩৫। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড। দুই পয়েন্টের সঙ্গে তাদের নেট রান রেট +০.৩০০।
বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে বাংলাদেশের নাম। পয়েন্টের ঘর তো শূন্য বটেই। বাংলাদেশের নেট রান রেটও ‘মাইনাস’। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারা পাপুয়া নিউগিনির অবস্থান সবার শেষে।
এখন বাংলাদেশ আগামীকাল ওমানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতলেই পয়েন্টের ঘরে ভালো অবস্থানে ফিরতে পারবে। শুধু এই ম্যাচ নয় বাংলাদেশের ভাবনায় থাকতে হবে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচটি নিয়েও। এই ম্যাচেও জেতা ছাড়া কোনো পথ খোলা তো নেইই, সঙ্গে নেট রানের অঙ্কটাও ইতিবাচকভাবে বাড়াতে হবে। কেননা তিনটি দলই যদি দুটি করে ম্যাচ জেতে সে ক্ষেত্রে পয়েন্ট সমান হয়ে যাবে, তখন সামনে আসবে নেট রানের হিসাব। সে জন্য নেট রান স্বাস্থ্যকর রাখা বড় জরুরি বাংলাদেশের। আর এটি হবে কেবল বড় জয়েই। আর সেটি করতে না পারলে বাংলাদেশের জন্য যে আরও একটি হতাশাজনক অধ্যায় অপেক্ষা করছে তা ভালোই জানেন মাহমুদউল্লাহ। গতকাল ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তাই বললেন, ‘আগামী ম্যাচগুলোতে একই ভুল গুলো করি। তাহলে ভালো কিছু হবে না খুব সম্ভবত।’
অবশ্য ভুলগুলো দ্রুত শুধরে দারুণ কিছুই করতে চান মাহমুদউল্লাহরা, ‘আমাদের আমাদের দুর্বলতাগুলো নিয়ে আরও বেশি কাজ করতে হবে। চেষ্টা করতে হবে এসব ভুল যেন সামনের ম্যাচে আর না হয়।’
স্কটল্যান্ডের কাছে হারার পর বাংলাদেশের প্রথম রাউন্ড উতরানো নিয়ে শঙ্কার অবকাশ এখন যথেষ্টই। তবে এখনই সেই ভাবনায় কাতর নন বলেই দাবি করলেন মাহমুদউল্লাহ, ‘(মূল পর্ব নিয়ে শঙ্কা) ওরকম চিন্তা হচ্ছে না। আমরা আমাদের সেরা ক্রিকেট আজকে খেলতে পারিনি। যদি আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারতাম, তাহলে ফল আমাদের পক্ষেই আসত। অন্য কিছু না খেলে আমাদের সেরা ক্রিকেট খেলার কথাই চিন্তা করতে হবে।’
আজ স্বাগতিক ওমানের বিপক্ষে জয় ছাড়া অন্য কোন বিকল্প খোলা নেই বাংলাদেশের সামনে। এ ম্যাচে জিততে পারলে পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষেও জিততে হবে টাইগারদের। নতুবা মূল পর্বে যাওয়ার আগেই ঝড়ে পড়বে মাহমুদউল্লাহ দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।