মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা রোধে প্রথম থেকেই আগ্রহী ভূমিকা পালন করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু যুক্তরাষ্ট্রের শিল্পকারখানা থেকে পরিবেশের জন্য ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ নিয়ন্ত্রণ করার জন্য ওবামার পরিকল্পনাকে থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্টের ক্লিন পাওয়ার প্ল্যান সামনের দিকে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সমস্ত আইনগত বিরোধ মোকাবিলা করা হচ্ছে। ওবামার এই জলবায়ু পরিকল্পনা মতে, আগামী ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে দেয়া যাবে ৩২ শতাংশ। যে কারণে পরিকল্পনায় নবায়নযোগ্য (রিনিউয়েবল) শক্তিকে প্রাধান্য দেয়া হয়েছে। গত বছরের শেষদিকে প্যারিসে অনুষ্ঠিত হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনেও এই ব্যাপারটাতে সবচেয়ে বেশি জোর প্রয়োগ করা হয়েছিল। প্রেসিডেন্ট ওবামা গত বছরের আগস্ট মাসে এই পরিকল্পনা প্রস্তাব করেন যাতে, বিশ্বের সব দেশেই লক্ষ্য অনুসারে কার্বন নিঃসরণ কমিয়ে আনা সম্ভব হবে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।