Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মসজিদুল হারামে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

মক্কার মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি প্রত্যাহার করা হয়েছে। করোনা মহামারির শুরুর পর প্রথমবারের মতো সেখানে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে নামাজ আদায় শুরু হয়েছে। বার্তা সংস্থা সউদী প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মসজিদের মেঝেতে সামাজিক দূরত্ব মানার যে চিহ্নগুলো ছিল সেগুলো অপসারণ করা হয়েছে। এক সউদী কর্মকর্তা বলেছেন, ‘এটি সতর্কতামূলক ব্যবস্থা সহজ করার সিদ্ধান্তের সাথে সঙ্গতিপূর্ণ এবং পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী মসজিদে হজযাত্রী ও মুসল্লিদের প্রবেশের সুযোগ করে দেবে।’ অবশ্য সউদী কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দূরত্ব বিধি প্রত্যাহার করা হলেও হজযাত্রী ও মুসল্লিদের পূর্ণ টিকাপ্রাপ্ত হতে হবে এবং মসজিদ এলাকায় মাস্ক পরা অবস্থায় থাকতে হবে। এসপিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ