মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যাত্রীভর্তি ট্রেনে ধর্ষণের শিকার হলেন এক নারী, কিন্তু তাকে বাঁচাতে এগিয়ে গেলো না একটি মানুষও। অথচ তারা চাইলেই আটকাতে পারতেন নির্যাতনকারীকে। এমনকি কেউ যদি পুলিশের কাছে ফোন করতেন, তাহলেও হয়তো বীভৎস এ ঘটনা থামানো যেতো। কিন্তু কেউ কিছুই করলেন না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলেন পুরো ঘটনা। সামাজিক অবক্ষয়ের চ‚ড়ান্ত চিত্রই যেন তুলে ধরলো এই ঘটনা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তথাকথিত যুক্তরাষ্ট্রে। বার্তা সংস্থা এপি’র খবর অনুসারে, গত বুধবার পেনসিলভানিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় একটি কম্যুটার ট্রেনের ভেতর ধর্ষণের শিকার হয়েছেন ওই নারী। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আপার ডার্বি পুলিশের সুপারিনটেন্ডেন্ট টিমোথি বার্নহার্ড। তিনি জানান, স্থানীয় সময় রাত ১০টার দিকে ৬৯তম স্ট্রিট টার্মিনালে পুলিশ কর্মকর্তাদের ডাকা হয়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা সাউথইস্টার্ন পেনসিলভানিয়া ট্রান্সপোর্টেশন অথোরিটির (সেপটা) এক কর্মী পুলিশে ফোন করে জানান, ট্রেনে এক নারী যাত্রীর সঙ্গে ‘অন্যায় কিছু হয়েছে’। খবর পেয়ে সেপটা পুলিশ কর্মকর্তারা পরবর্তী স্টেশনে অপেক্ষা করতে থাকেন। ট্রেন সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। টিমোথি বার্নহার্ড ওই নির্যাতিতাকে ‘অবিশ্বাস্য শক্ত নারী’ উল্লেখ করে বলেন, তিনি পুলিশকে অনেক তথ্য দিয়েছেন। তবে আক্রমণকারী তার পরিচিত নয়। এ পুলিশ কর্মকর্তা বলেন, তিনি (ভুক্তভোগী) এখন চিকিৎসাধীন। আশা করি, এ থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই নারীকে নির্যাতনের পুরো দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আর তাতে দেখা গেছে, ঘটনার সময় ট্রেনটিতে আরও লোকজন ছিলেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।