Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার নারী, বাধা দিলো না কেউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

যাত্রীভর্তি ট্রেনে ধর্ষণের শিকার হলেন এক নারী, কিন্তু তাকে বাঁচাতে এগিয়ে গেলো না একটি মানুষও। অথচ তারা চাইলেই আটকাতে পারতেন নির্যাতনকারীকে। এমনকি কেউ যদি পুলিশের কাছে ফোন করতেন, তাহলেও হয়তো বীভৎস এ ঘটনা থামানো যেতো। কিন্তু কেউ কিছুই করলেন না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলেন পুরো ঘটনা। সামাজিক অবক্ষয়ের চ‚ড়ান্ত চিত্রই যেন তুলে ধরলো এই ঘটনা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তথাকথিত যুক্তরাষ্ট্রে। বার্তা সংস্থা এপি’র খবর অনুসারে, গত বুধবার পেনসিলভানিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় একটি কম্যুটার ট্রেনের ভেতর ধর্ষণের শিকার হয়েছেন ওই নারী। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আপার ডার্বি পুলিশের সুপারিনটেন্ডেন্ট টিমোথি বার্নহার্ড। তিনি জানান, স্থানীয় সময় রাত ১০টার দিকে ৬৯তম স্ট্রিট টার্মিনালে পুলিশ কর্মকর্তাদের ডাকা হয়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা সাউথইস্টার্ন পেনসিলভানিয়া ট্রান্সপোর্টেশন অথোরিটির (সেপটা) এক কর্মী পুলিশে ফোন করে জানান, ট্রেনে এক নারী যাত্রীর সঙ্গে ‘অন্যায় কিছু হয়েছে’। খবর পেয়ে সেপটা পুলিশ কর্মকর্তারা পরবর্তী স্টেশনে অপেক্ষা করতে থাকেন। ট্রেন সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। টিমোথি বার্নহার্ড ওই নির্যাতিতাকে ‘অবিশ্বাস্য শক্ত নারী’ উল্লেখ করে বলেন, তিনি পুলিশকে অনেক তথ্য দিয়েছেন। তবে আক্রমণকারী তার পরিচিত নয়। এ পুলিশ কর্মকর্তা বলেন, তিনি (ভুক্তভোগী) এখন চিকিৎসাধীন। আশা করি, এ থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই নারীকে নির্যাতনের পুরো দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আর তাতে দেখা গেছে, ঘটনার সময় ট্রেনটিতে আরও লোকজন ছিলেন। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলন্ত ট্রেনে ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ