Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

এমএ আজিজে ফিরল ক্রিকেট!

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : ১৯৫০ সালে নির্মিত হয় নগরীর প্রাণকেন্দ্র কাজির দেউড়ি এলাকায় চট্টগ্রাম স্টেডিয়াম। কালের বিবর্তনে নামকরণ হয়ে আসে এমএ আজিজ স্টেডিয়াম। ২০০১ সালে এটি টেস্ট ভেন্যু মর্যাদা লাভ করার পর ২০০৫ সালে বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় এ ভেন্যুতেই। এ ভেন্যুটি স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখার কথা। কিন্তু জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম ২০০৪ সালে নির্মিত হওয়ার পর এমএ আজিজ থেকে আন্তর্জাতিক ক্রিকেট হয়ে যায় নির্বাসিত। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগ পর্যন্ত এই স্টেডিয়ামে ৮টি টেস্ট ও ১০টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর পেরিয়ে গেছে অনেক বছর। তবে আন্তর্জাতিক ক্রিকেট আর না ফিরলেও হয়েছে দেশের সাড়া জাগানো টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পিসিএল ও বিপিএল আয়োজনের মধ্যদিয়ে ক্রিকেট উৎসবে মেতেছিল এম এ আজিজ স্টেডিয়াম। অবশ্য ২০১৩ সালের ৪ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে সফরকারী নিউজিল্যান্ড দলের ওয়ার্ম আপ ম্যাচ হয়েছিল এ ভেন্যুতে। ঐ ওয়ার্ম আপ ম্যাচের আয়োজনের জন্য এম এ আজিজ স্টেডিয়ামের খুব বেশি সংস্কার করার প্রয়োজন হয়নি। মাঝে ৩ বছর বিরতির পর ফের এম এ আজিজ স্টেডিয়ামে আজ আবার নামছে ওয়ার্ম আপ ম্যাচে বিসিবি একাদশের বিরুদ্ধে ইংল্যান্ড দল। গত ১২ অক্টোবর জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের হোম সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড সিরিজ জয় করার পর টেস্ট সিরিজের আগে নিজেদের মানিয়ে নিতে এ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। যদিও এম এ আজিজ স্টেডিয়ামে যে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ অনুষ্ঠিত হবে সেটি আন্তর্জাতিক নয়, কিন্তু সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে অফিশিয়াল এ ওয়ার্ম ম্যাচ দু’টিতে থাকবে আন্তর্জাতিক ম্যাচের আমেজ। তাই এ দু’টি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে ফের ক্রিকেট উৎসবে মেতে উঠবে এম এ আজিজ স্টেডিয়াম। এ ভেন্যুতে প্র্যাকটিস ও ম্যাচসহ ৬টি উইকেট প্রস্তুত করা হয়েছে। গ্যালারিতে বসে ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের ওয়ার্ম আপ ম্যাচ উপভোগ করতে পারবেন চট্টগ্রামের ক্রিকেট পাগল দর্শকরা। দু’টি ওয়ার্ম আপ ম্যাচ টানা চার দিনের ক্রিকেট উৎসব আজ থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ অক্টোবর। তবে তাতে সন্তুষ্ট নন কর্তৃপক্ষও। তাদের ভাবনা, বহুদিন ক্রিকেটহীন থাকা এবং ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবার পর আদৌ কি ক্রিকেটের জন্য আদর্শ এমএ আজিজ স্টেডিয়াম!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমএ আজিজে ফিরল ক্রিকেট!

১৪ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ