Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরবর্তী প্রজন্মের এক্সাডাটা এক্সনাইনএম প্ল্যাটফর্ম নিয়ে আসলো ওরাকল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ৫:৪৬ পিএম

ওরাকল ডাটাবেজ পরিচালনার জন্য পরবর্তী প্রজন্মের এক্সাডাটা এক্সনাইনএম প্ল্যাটফর্মেএনেছে ওরাকল। সম্প্রতি ওরাকল বিশ্বের দ্রুততম ও সবচেয়ে সাশ্রয়ী এই ডাটাবেজ প্ল্যাটফর্মের নতুন ভার্সন আনার ঘোষণা দেয়। নতুন এ প্লাটফর্মটিতে রয়েছে ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন এক্সনাইনএম এবং এক্সাডাটা ক্লাউডএডকাস্টমার এক্সনাইনএম যেগুলো ডাটা সেন্টারগুলোতে ওরাকল অটোন্যোম্যাস ডাটাবেজ পরিচালনার একমাত্র মাধ্যম। বর্তমানে বিশ্বের সফল ১০০ কোম্পানির মধ্যে প্রায় ৮৭ শতাংশ সহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা তাদের বিপুল পরিমান তথ্য ব্যবস্থাপনার জন্য ওরাকল এক্সাডাটার উপর নির্ভরশীল।

পরবর্তী প্রজন্মের এক্সাডাটা এক্সনাইনএম প্ল্যাটফর্ম ৭০ শতাংশেরও বেশি দ্রুত গতিতে অনলাইন ট্র্যানজ্যাকশন প্রসেস (ওএলটিপি) করতে পারে এবং আইও ল্যাটেন্সি থাকে খুবই কম যা ১৯ মাইক্রোসেকেন্ডের নীচে। এছাড়াও প্ল্যাটফর্মটি ৮৭ শতাংশের বেশি অ্যানালিটিক্যাল এসকিউএল এবং মেশিন লার্নিং ওয়ার্কলোড দিতে সক্ষম। একই দামে পূর্বের প্রজন্মের তুলনায় বেশি পারফরম্যান্স সরবরাহের মাধ্যমে এক্সাডাটা এক্সনাইনএম গ্রাহকদের আর্থিক লেনদেনের খরচ ৪২ শতাংশ কমাতে ও অ্যানালিটিক ওয়ার্কলোড ৪৭ শতাংশ বেশি নিতে সক্ষম করছে।

ওরাকল মিশন ক্রিটিক্যাল ডাটাবেজ টেকনোলোজিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুয়ান লোয়াইজা জানান, “বিশ্বের দ্রুততম এবং সর্বাধিক সহজলভ্য ওরাকল ডাটাবেজ প্ল্যাটফর্ম ওরাকল এক্সাডাটা এক্সনাইনএম পাবলিক ক্লাউডে সরবরাহের মাধ্যমে গ্রাহকদের ব্যতিক্রমী ও সাশ্রয়ী সল্যুশন দেয়ার লক্ষ্যে ওরাকল কাজ করে যাচ্ছে। নতুন এ প্ল্যাটফর্মটিতে সর্বশেষ অত্যাধুনিক প্রযুক্তির সিপিইউ, নেটওয়ার্কিং এবং স্টোরেজ হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে অভাবনীয় গতির পারফরম্যান্স দেয়ার জন্য আমাদের সফটওয়্যারকে সক্ষম করেছে। গ্রাহকরা পূর্বের সংস্করণের দামেই দ্রুততম ওএলটিপি, দ্রুততম অ্যানালিটিক্স এবং সেরা সমন্বিত হার্ডওয়্যার ও সফটওয়্যার পাচ্ছেন। অবকাঠামো, ডাটাবেজ ও ক্লাউড সার্ভিস, পারফরম্যান্স, অর্থ সাশ্রয় ও ব্যবহারের সহজবোধ্যতায় এক্সাডাটা এক্সনাইনএমের কাছাকাছি অন্য কোন প্ল্যাটফর্ম নেই।”

ওরাকলের গ্রাহক বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্স সার্ভিস প্রোভাইডার বিকাশ, যারা বাংলাদেশে বৃহৎ পরিসরে সুবিধাজনক, নিরাপদ, সাশ্রয়ী আর্থিক সেবা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটির চীফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলোজি অফিসার

মোহাম্মদ আজমল হুদা বলেন, “যত বেশি সাধারণ মানুষ ডিজিটাল প্রযুক্তির মান সম্পর্কে সচেতন হচ্ছে, বিকাশ ব্যবহারকারীর সংখ্যা এবং লেনদেন তত দ্রুত বৃদ্ধি পাচ্ছে; ইতিমধ্যে আমদের প্রায় ৫৫ মিলিয়নেরও বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছে এবং বিকাশ প্রতিদিন প্রায় ১০ মিলিয়নেরও বেশি আর্থিক লেনদেন সফলভাবে সম্পন্ন করছে। সঠিক আর্থিক পণ্য এবং পরিষেবার সাথে বাজারের চাহিদা মেটাতে, ডেটা থেকে সর্বাধিক উপার্জন করতে, দ্রুত প্রতিক্রিয়াশীল হতে এবং অধিক কাজের চাপ নিতে সক্ষম হতে হবে। ওরাকল এক্সাডাটা এক্সনাইন-২ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ও আরো অনেক আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি একটি উদ্ভাবন প্ল্যাটফর্ম, যার উচ্চ কর্মদক্ষতা ও সহজবোধ্যতা আমাদের ব্যবসায়িক চাহিদাগুলো পূরণ করতে পর্যাপ্ত সহযোগিতা করছে। এই অত্যাধুনিক প্রযুক্তিগ পরিবর্তন আমাদের খরচ কমিয়ে আনতেও সাহায্য করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওরাকল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ