Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওরাকল এক্সাডাটার পরবর্তী সংস্করণে থাকবে ইন্টেলের অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ৬:৪৬ পিএম

ওরাকলের পরবর্তী প্রজন্মের এক্সাডাটা প্লাটফর্ম ওরাকল এক্সাডাটা এক্স৮এম’এ ইন্টেলের উচ্চতর ক্ষমতাসম্পন্ন অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরি ব্যবহার করা হবে বলে ঘোষণা দিয়েছে ইন্টেল কর্পোরেশন ও ওরাকল। পৃথিবীর শীর্ষস্থানীয় ব্যাংক, টেলিকম এবং রিটেইল কোম্পানিগুলোর ওরাকল অটোনোম্যাস ডাটাবেজ, ওরাকল ক্লাউড অ্যাপ্লিকেশন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ডাটাবেজ অবকাঠামোগুলোকে শক্তিশালী করতে এক্সাডাটা ব্যবহার করা হয়।

ওরাকল এক্সাডাটা এক্স৮এম নির্মাণে ব্যবহার করা হয়েছে ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের জেনন স্কেলেবল প্রসেসর, ইন্টেল অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরি এবং ১০০ গিগাবাইটের রোসিই নেটওয়ার্কিং, যা বর্তমান সময়ের ক্রমবর্ধমান অনলাইন ট্রানজাকশন প্রসেসিং, অ্যানালিটিক্স, ডাটাবেজের উপর কাজের চাপ ও মেশিন লার্নিংয়ের চাহিদা মোকাবেলায় সহায়তা প্রদান করে। এই নতুন ধরণের সংস্করণটি এমনভাবে তৈরি যেন তা গ্রাহককে অতি সংবেদনশীল কাজে যেমন হাই-ফ্রিকোয়েন্সি স্টক ট্রেডিং, লট ডাটা প্রসেসিং, তৎক্ষণাৎ প্রতারণা ও অনুপ্রবেশকারী সনাক্তকরণে উচ্চতর কর্মদক্ষতা প্রদান করতে পারে।

ইন্টেল ডাটা সেন্টার গ্রুপের সাধারণ ব্যবস্থাপক ও কার্যনির্বাহী সহ-সভাপতি নাভিন শেনই বলেন, “ইন্টেলে আমরা গ্রাহকদের এমন একটা প্লাটফর্ম ফাউন্ডেশন দেয়ার চেষ্টা করি যার মাধ্যমে গ্রাহক সহজেই তথ্য থেকে মান বের করে নিয়ে আসতে পারবে। ওরাকল এক্সাডাটায় ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের জেনন স্কেলেবল প্রসেসর ও ইন্টেল অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরির সংমিশ্রণ। যা বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানিকে যুগান্তকারী উদ্ভাবনের অভিজ্ঞতা দিতে আমাদের দীর্ঘ অংশীদারিত্বের একটি নতুন সংযোজন।”

তিনি আরো বলেন, “দ্রুত বিশ্লেষণ ক্ষমতা ও বর্ধিত প্রতিক্রিয়া সময়ের ফলে গ্রাহকরা অনুধাবন করছে অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরি দ্বারা কি করা সম্ভব।”

ওরাকলের মিশন-ক্রিটিক্যাল ডাটাবেজ টেকনোলোজিসের কার্যনির্বাহী সহ-সভাপতি জুয়ান লোআইজা বলেন, “ইন্টেলের সাথে আমাদের সংযুক্ত হওয়া এই খাতে একটি রেকর্ড সৃষ্টি করেছে যে কিভাবে তথ্য ভা-ারকে উচ্চ কর্মক্ষম ও সহজলভ্য করা যায়।”

তিনি আরো বলেন, “ইন্টেল ও ওরাকল মিলে সর্বাধুনিক প্রযুক্তির পার্সিস্ট্যান্ট মেমোরি ও শীর্ষস্থানীয় এন্টারপ্রাইজ ডাটাবেজ মেশিনের সংমিশ্রণ ঘটিয়েছে। যা রিয়েল-টাইমে ডাটাবেজে তথ্য প্রাপ্তি নিশ্চিত করে। এটি প্রথাগত শেয়ারড স্টোরেজ সিস্টেমের সীমানা ছাড়িয়ে গেছে এবং এই উচ্চতার উদ্ভাবনের সাথে প্রথাগত শেয়ারড স্টোরেজ সিস্টেম তাল মিলিয়ে চলতে পারবে না।”

ইন্টেল অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরিতে ব্যবহৃত হয়েছে ডিআরএএম ও ডাটা পার্সিস্ট্যান্ট অব স্টোরেজ প্রযুক্তি। এই শিল্পে এক্সাডাটায় অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরির ব্যবহার এই প্রথম এবং এরফলে পূর্বের সংস্করণের তুলনায় আইও ল্যাটেন্সি কমিয়ে আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওরাকল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ